মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি

  ২৬ জানুয়ারি, ২০২৪

মঠবাড়িয়ায় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

পিরোজপুরের মঠবাড়িয়ায় পৌর শহরের ভূমি অফিসসংলগ্ন ও বালুর মাঠের পাশের অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ূম এর নেতৃত্বে এ উচ্ছেদ কর্যক্রম শুরু হয়।

এ সময় উপস্থিত ছিলেন সহকারি কমিশণার (ভূমি) সৈকত রায়হান, মঠবাড়িয়া থানার ওসি (অপারেশন) আবদুল হালিম, বাজার বণিক সমিতির সভাপতি মো. শামসুল আহসান খোকা মিয়াসহ উপজেলা প্রশাসন ও পৌর সভার বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বণিক সমিতির নেতৃবৃন্দ।

ব্যবসায়ী সেলিম মিয়া ও মো. হারুণ হাওলাদার বলেন, কোনো প্রকার নেটিশ ছাড়াই আমাদের উচ্ছেদ করা হয়েছে। মৌখিক ভাবে আমাদের সরে যেতে বলেছিলেন। হঠাৎ এ উচ্ছেদে আমাদের অনেকটা ক্ষতি হয়েছে।

বাজার বণিক সমিতির সভাপতি মো. শামসুল আহসান খোকা মিয়া বলেন, আমারা ব্যবসায়ীদের স্বার্থে ৮ দিনের সময় চেয়েছিলাম। প্রশাসনে সময় না দিয়ে উচ্ছেদ করায় ব্যবসায়ীদের ক্ষতি হয়েছে। তবে তিনি বহুমূখী মার্কেটটি (ফিস মার্কেট) দ্রুত খুলে দেয়ার দাবি জানান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close