মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

  ০৬ আগস্ট, ২০২২

মানবপাচার মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

মানবপাচার মামলায় ঝিনাইদহের মহেশপুর উপজেলার নাটিমা ইউনিয়ন পরিষদের সদস্য তানভীর আহমেদ মিলনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলা সদর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তানভীর উজ্জলপুর গ্রামের সাজু মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, তানভীর তার দুবাই প্রবাসী বোন জোসনার সঙ্গে যোগসাজস করে এলাকার বিভিন্ন মানুষের কাছ থেকে বিদেশ পাঠানোর কথা বলে মোটা অংকের টাকা হাতিয়ে নিতেন। কিছু মানুষকে দুবাই পাঠালেও কোন কাজ দিতেন না। ফলে প্রবাসে মানবেতর জীবনযাপন করে সর্বশ্ব হারিয়ে দেশে ফিরে আসতেন তারা। গত ২ আগস্ট প্রতারিত এক ব্যক্তি দেশে ফিরে মহেশপুর থানায় তানভীর এর বিরুদ্ধে মানবপাচার প্রতিরোধ আইনে মামলা করেন।

নাটিমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম জানান, মানবপাচার মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকান্ডের অভিযোগ রয়েছে।

ওসি সেলিম মিয়া জানান, মানবপাচার মামলার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি প্রতারণার কথা স্বীকার করেছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close