পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

  ১২ মে, ২০২২

এমপি আক্তারুজ্জামান বাবু বলেন

চিরস্মরণীয় হয়ে থাকবে বিনোদ বিহারী

খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনিতে জন্ম নেওয়া দানবীর রায় সাহেব বিনোদ বিহারী সাধু ছিলেন একজন সমাজ সংস্কারক ও জ্ঞান পিপাষু ব্যক্তি। তিনি বৃহত্তর কপিলমুনির মানুষের শিক্ষা, স্বাস্থ্য ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের ব্যবস্থা করেছেন। গত মঙ্গলবার দুপুরে কপিলমুনি সহচরী বিদ্যামন্দির প্রাঙ্গনে দানবীর রায় সাহেব বিনোদ বিহারী সাধুর ১৩৩তম জন্ম বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে খুলনা-৬ আসনের সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু এসব বলেন।

তিনি বলেন, তিনি ১৩ বছর বয়সে নিজেকে ব্যবসায় জড়িয়ে ফেলেন। ৪৫ বছরের জীবনের মানুষের সেবায় আত্মনিয়োগ করেছিলেন তিনি। যখন খুলনায় বিদ্যুৎ ছিল না তিনি কপিলমুনি বাজারকে আলোকিত করতে কলকাতা থেকে জেনারেটর এনে আলোর ব্যবস্থা করেন। এলাকার মানুষের সুপেয় পানি পান করানোর জন্য ‘সহচরী সরোবর’ নামে পুকুর খনন করেন। তাঁর নিজ অর্জিত টাকায় ক্রয়করা প্রায় ৫০একর সম্পত্তির উপর প্রতিষ্ঠা করেন ‘বিনোদগঞ্জ’ যা এখন কপিলমুনি বাজার নামে পরিচিত।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close