নেত্রকোনা প্রতিনিধি

  ২৭ জানুয়ারি, ২০২২

কলমাকান্দা সীমান্তে ২২ লাখ টাকার মালপত্র জব্দ

কলমাকান্দা সীমান্তে প্রায় ২২ লাখ টাকা মূল্যের ভারতীয় ওরিও বিস্কুট এবং স্কিন সাইন ক্রিম জব্দ করেছেন ৩১ বিজিবির সদস্যরা। গতকাল বুধবার দুপুরে অধিনায়ক লে. কর্নেল এ এস এম জাকারিয়ার স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা যায়।

তিনি জানান, গতকাল ২৬ জানুয়ারি ভোরে ৪টার দিকে কলমাকান্দা উপজেলার খারনই ইউনিয়নে অবস্থিত খারনই বিওপিতে কর্মরত মো. সামছুর রহমানের নেতৃত্বে একটি টহল দল দক্ষিণ গোবিন্দপুর নামক স্থানে টহল দিচ্ছিল। এ সময় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফাঁদ পেতে থাকে। তথ্যানুযায়ী ভারতের দিক থেকে চোরা কারবারিরা মালামাল নিয়ে দেশের দিকে আসতে দেখে তাদের চ্যালেঞ্জ করে বিজিবি। এ সময় চোরা কারবারিরা মালামাল ফেলে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ভারতীয় ওরিও বিস্কুট ৬১০০ পিস এবং স্কিন সাইন ক্রিম ৫৮৮০ পিস জব্দ করা হয়। জব্দকৃত মালামালে মূল্য ২১ লাখ ৯৭ হাজার ২০০ টাকা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close