হিলি (দিনাজপুর) প্রতিনিধি

  ১০ অক্টোবর, ২০২১

হিলিতে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১০ টাকা

দিনাজপুরের হিলিতে দুদিনের ব্যবধানে ভারত থেকে আমদানি করা পেঁয়াজের দাম কমেছে। কেজিপ্রতি কমেছে ৮-১০ টাকা। গত দুদিন আগে প্রকারভেদে যে পেঁয়াজ প্রতি কেজি বিক্রি হয়েছে ৪৮-৫০ টাকা। গতকাল শনিবার সেই পেঁয়াজ প্রকারভেদে বিক্রি হচ্ছে ৪০-৪২ টাকায়।

পেঁয়াজ কিনতে আসা আল মামুন জানান, গত দুদিনের তুলনায় পেঁয়াজের দাম কিছুটা কমেছে। যদি ২০ টাকার মধ্যে দামটা থাকত তবে আমাদের মতো সাধারণ ক্রেতাদের জন্য অনেক সুবিধা হবে।

হিলি বাজারের পাইকারি বিক্রেতারা জানান, ক্রেতা না থাকায় এবং আমদানি বৃদ্ধি পাওয়াতেই কমতে শুরু করেছে ভারতীয় পেঁয়াজের দাম। আমদানিকারকদের থেকে কম দামে পাওয়া যাচ্ছে পেঁয়াজ। দাম কমাতে পেঁয়াজ বিক্রিতে ক্রেতাদের সঙ্গে কোনো ঝামেলা হচ্ছে না।

হিলি কাস্টমসের তথ্য মতে গত বৃহস্পতিবার ভারতীয় ২০ ট্রাকে ৫০৪ টন পেঁয়াজ আমদানি হয়েছে এই স্থলবন্দর দিয়ে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close