রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

  ১৪ সেপ্টেম্বর, ২০২১

যৌতুক না দেওয়ায় গৃহবধূকে পিটিয়ে আহত

রৌমারীতে যৌতুকের দাবিতে আনোয়ারা খাতুন (৩০) নামের এক গৃহবধূকে পিটিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। আহত আনোয়ারাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী নারীর বাবা আবুল হোসেন বাদী হয়ে থানায় মামলা করেছেন। মামলায় গৃহবধূর স্বামী নুর আলম, শ্বশুর তসোর মিস্ত্রি, শাশুড়ি নুরবানু ও ননদ জাহানারাকে আসামি করা হয়েছে। এর আগে গত শনিবার সন্ধ্যার দিকে উপজেলার শৌলমারী ইউনিয়নের নতুনশৌলমারী গ্রামে মারপিটের এ ঘটনা ঘটে।

জানা গেছে, শৌলমারী ইউনিয়নের চতলাকান্দা গ্রামের আবুল হোসেনের মেয়ে আনোয়ারার সঙ্গে নুর আলমের ১৫ বছর আগে বিয়ে হয়। দাম্পত্য জীবনে দুটি সন্তানও রয়েছে। বিয়ের কিছুদিন পর থেকেই যৌতুক দাবি করে আসছিল স্বামী ও তার পরিবারের লোকজন। যৌতুক না পেয়ে নুর আলম শাপলা নামের আরেকজনকে বিয়ে করে। বাধা দেওয়ার আনোয়ারার ওপর নেমে আসে নির্যাতন। গত শনিবার অভিযুক্তরা বেধরক মারপিট করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। আশপাশের লোকজন উদ্ধার করে রৌমারী হাসপাতালে ভর্তি করেন। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। রৌমারী থানার ওসি মোন্তাছেল বিল্লাহ জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close