নাটোর প্রতিনিধি

  ১১ জুলাই, ২০১৯

মাদ্রাসাছাত্র তানভির হত্যা

নাটোরে ৩ কিশোরকে ১৮ বছরের কারাদণ্ড

নাটোরে মাদরাসাছাত্র তানভির হত্যার দায়ে তিন কিশোরকে ১৮ বছরের কারাদ- দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল। গতকাল বুধবার দুপুরে ট্রাইবুন্যালের বিচারক মাইনুল ইসলাম এই রায় দেন। রায়ের সময় অভিযুক্ত তিন কিশোর হুমাইদ হোসেন, বাইজিদ হাসান ও নাইম আদালতে উপস্থিত ছিল। মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২৫ আগস্ট নাটোর শহরের আলাইপুর এলাকার আশরাফুল উলুম মাদরাসার আবাসিক শিক্ষার্থী হুমাইদ হোসেন, বাইজিদ হাসান ও নাইম একই মাদরাসার কিতাব বিভাগের ছাত্র হাফেজ তানভীরকে অপহরণ করে। পরে তাকে শ্বাসরোধ ও জবাই করে হত্যার পর লাশ মাদরাসার সেফটিক ট্যাংকে ফেলে দেয় তারা। পরে নিহত তানভীরের বাবা সাইফুল ইসলামের অভিযোগের প্রেক্ষিতে র‌্যাব সদস্যরা মাদরাসা সংলগ্ন একটি সেপটিক ট্যাংক থেকে ওই বছরের ১ সেপ্টেম্বর তানভীরের লাশ উদ্ধার করে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close