শেকৃবি প্রতিনিধি

  ১৮ মে, ২০১৯

অধিক ভিটামিন-এ সমৃদ্ধ মিষ্টিআলুর নতুন জাতের চাষ

দেশের মাটিতে বেনি, খোকেই ও খোগানে নামের অধিক ভিটামিন-এ সমৃদ্ধ উন্নত জাতের জাপানি মিষ্টিআলু চাষে সফলতা পেয়েছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) একদল গবেষক। জাইকার অর্থায়নে জাপানী কো¤পানি মারুহিসার সার্বিক সহযোগিতায় মুল গবেষনা কার্যক্রম পরিচালনা করেন শেকৃবি এগ্রিকালচারাল বোটানি বিভাগের অধ্যাপক ড. মো. আশাবুল হক। এতে মাঠ পর্যায়ে তাকে সহযোগিতা করেন এমএস এর তিন শিক্ষার্থী।

গবেষক আশাবুল হক বলেন, দেশের প্রচলিত মিষ্টিআলুর জাতগুলোর চেয়ে এই জাত গুলো অধিক ভিটামিন-এ সমৃদ্ধ। এছাড়া জাপানি খোকেই জাতটি থেকে প্রতিহেক্টরে ৩০-৩৫ টন ফলন পাওয়া গেছে, যা প্রচলিত জাতের উৎপাদনের চেয়ে কয়েকগুণ বেশি। আমরা মোট ৪ টি জাত নিয়ে কাজ করি। এদের মধ্যে তিনটি জাপানি জাত- বেনি, খোকেই ও খোগানে এবং একটি বারি মিষ্টি আলু-১২। বিশ্ববিদ্যালয়ের গবেষণা মাঠের পাশাপাশি গাইবান্ধা, শেরপুর, বগুড়া ও শরীয়তপুরে পরীক্ষামূলকভাবে জাতগুলোর চাষাবাদ করা হয় যেখান থেকেও ভাল ফলন পেয়েছি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close