প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১৯ ফেব্রুয়ারি, ২০১৯

উপজেলা পরিষদ নির্বাচন

প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

গতকাল সোমবার বিকেল ৫টা পর্যন্ত ছিল উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ওইদিন রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন প্রার্থীরা। প্রতিনিধিদের পাঠানো খবর-

খাগড়াছড়ি : খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে আ.লীগ মনোনীত প্রার্থী শানে আলম,

জাতীয় পার্টি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মাসুদ, পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থিত চঞ্চুমনি চাকমা ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি ‘জেএসএস’ (এম.এন লারমা) সমর্থিত তরুণ আলো দেওয়ান মনোনয়নপত্র জমা দেয়।

এদিকে, ভাইস চেয়ারম্যান পদে জেলা যুবলীগের সহসভাপতি মেহেদী হাসান হেলাল, আক্তার হোসেন, বর্তমান ভাইস চেয়ারম্যান রণিক ত্রিপুরা, রুতান চৌধুরী, জাতীয় পার্টির দিদারুল আলম, ফারুক ভূইয়া, জয় কুমার চাকমা ও আবু হানিফ মনোনয়ন জমা দিয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিউটি রাণী ত্রিপুরা, নিউসা মগ, ছালমা আহসান মৌ ও নাছিমা বেগম।

ফটিকছড়ি (চট্টগ্রাম) : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় চেয়ারম্যান পদে আ.লীগের একক প্রার্থী উপজেলা আ.লীগের সম্পাদক নাজিম উদ্দিন মুহুরী (নৌকা), স্বতন্ত্র প্রার্থী (আ.লীগের বিদ্রোহী) চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সম্পাদক হুসাইন মুহাম্মদ আবু তৈয়ব এবং জাতীয় পার্টির উপজেলা সভাপতি আবছার উদ্দিন চৌধুরী (নাঙ্গল) তাদের মনোনয়নপত্র উপজেলা নির্বাচন কর্মকর্তা, সহকারী রিটার্নিং অফিসার হুমায়ন কবিরের কাছে জমা দেন।

এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে ফটিকছড়ি পৌর আ.লীগ নেতা অ্যাড. ছালামত উল্লাহ চৌধুরী শাহীন, ফটিকছড়ি প্রেস ক্লাব সভাপতি সৈয়দ জাহেদুল্লাহ কুরাইশী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নেতা বিশ্বজিৎ রাহা ও আ.লীগ নেতা ইসমাঈল মজুমদার তাদের মনোনয়নপত্র জমা দেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা মহিলা আ.লীগের সম্পাদিকা জেবুন নাহার মুক্তা, উপজেলা মহিলা আ.লীগের সভানেত্রী ও নানুপুর ইউনিয়নের বর্তমান মহিলা মেম্বার রাজিয়া মাসুদ, উপজেলা মহিলা আ.লীগের যুগ্ম সম্পাদিকা শারমিন আকতার নুপুর ও মহিলা আ.লীগ নেত্রী রহিমা মনছুর তাঁদের মনোনয়নপত্র জমা দেন।

হাটহাজারী (চট্টগ্রাম) : চট্টগ্রামের হাটহাজারী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আ.লীগের দলীয় নৌকা প্রতীকের প্রার্থী যুবলীগ নেতা এস এম রাশেদুল আলম ও উপজেলার ২নং ধলই ইউপির সাবেক চেয়ারম্যান আবুল মনসুর মনোনয়ন দাখিল করেছেন।

ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন নুরুল আলম, কাজী মো. আলাউদ্দিন আজাদ, উদয় কুমার সেন, এস এম খালেদ চৌধুরী, জামাল উদ্দিন, কলিম, এস এম জহির উদ্দিন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাজেদা বেগম, মোছাম্মদ শারমিন আক্তার, মুক্তার বেগম ও মরিয়ম বেগম।

মধুখালী (ফরিদপুর) : ফরিদপুরের মধুখালীতে চেয়ারম্যান পদে আ.লীগ মনোনীত মির্জা মনিরুজ্জামান বাচ্চু, স্বতন্ত্র প্রার্থী হাজি গোলাম মুনসুর নান্নু মনোনয়ন পত্র জমা দেন। উপজেলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দানকারীরা হলেন আজিজুর রহমান, মির্জা আক্তারুজ্জামান খোকন, রতন মিয়া, মুক্তি আরিফ, আবুল কাশেম দুলাল, মুরাদুজ্জামান মুরাদ, জুয়েল শরীফ, রোকনউদ্দিন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোরশেদা আক্তার মিনা, শুক্লা ভৌমিক ও আয়েশা সিদ্দিকী মনোনয়ন জমা দিয়েছেন।

বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি, দলের মনোনীত প্রার্থী এম এম মোশাররফ হোসেন। অপরদিকে বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন উপজেলা কৃষকলীগের একাংশের সদস্য সচিব ও জেলা যুবলীগের সদস্য লিটন মৃধা। ভাইস চেয়ারম্যান পদে একমাত্র প্রার্থী হয়েছেন উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ রাসেল রেজা। নারী ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান রেখা পারভীন ও পারভীন রহমান মনোনয়নপত্র দাখিল করেছেন।

আলফাডাঙ্গা (ফরিদপুর) : আলফাডাঙ্গা উপজেলায় চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন মুক্তিযোদ্ধা এস এম আকরাম হোসেন, জেলা আ.লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা এম এম জালাল উদ্দিন, উপজেলা আ.লীগের সাবেক সম্পাদক খান বেলায়েত হোসেন, আ.লীগের সহ-সভাপতি শেখ আকরামুজ্জামান, আ.লীগের নির্বাহী সদস্য কাজী হারুন অর রশিদ, উপজেলা যুবলীগের সদস্য একেএম জাহিদুল হাসান, ইতালী প্রবাসী আব্দুর রহমান জিকো, আলম খান ও ইব্রাহিম মোল্লা।

ভাইস চেয়ারম্যান পদে নয়জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ছয়জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

ধুনট (বগুড়া) : বগুড়ার ধুনট উপজেলায় চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার বিকেল ৫টায় সহকারী রিটার্নিং অফিসার রাজিয়া সুলতানা এ তথ্য নিশ্চিত করেছেন।

চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল হাই খোকন, স্বতন্ত্র প্রার্থী ধুনট পৌরসভার সাবেক মেয়র বিএনপি নেতা আলিমুদ্দিন হারুন মন্ডল, সাবেক পৌর প্রশাসক বিএনপি নেতা আকতার আলম সেলিম, আওয়ামী লীগ নেতা মাকসুদুল হক বাচ্চু, সাংবাদিক জিয়া শাহীন ও পাভেল আহমেদ।

ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন উপজেলা আ.লীগের যুগ্ম সম্পাদক মহসিন আলম, কৃষক লীগের সম্পাদক সাচ্চু মল্লিক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সম্পাদক জিএস ফেরদৌস আলম শ্যামল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইকবাল হোসেন রিপন ও ইছামতি ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক ফয়জুল করিম খালিদ। মহিলা ভাইস চেয়ারম্যান মনোনয়নপত্র দাখিল করেছেন উপজেলা মহিলা লীগের সভাপতি পপি রানী সাহা, উপজেলা মহিলা দলের সভাপতি খায়রুন নাহার, যুব মহিলা লীগের সভাপতি সিমা আকতার, স্কুলশিক্ষিকা রোমানা আফরোজ ও ইউপি সদস্য শিউলী খাতুন।

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আব্দুল লতিফ প্রধান, ওয়ার্কার্স পার্টির এমএ মতিন মোল্লা, উপজেলা আ.লীগের সহসভাপতি ফেরদৌস আলম রাজু, মুকিতুর রহমান রাফি, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির পাট ও বস্ত্র বিষয়ক সম্পাদক নাজমুল ইসলাম লিটন, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য কামরুল হাসান ফাহিয়ান, উপজেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ চৌধুরী।

ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আব্দুর রহমান, আসাদুজ্জামান হিরু, শরিফুল ইসলাম তাজু, আলতামাসুল ইসলাম শিল্পী, রবিউল ইসলাম, মোফাছেরিন আলম সরকার পল্লব, মোজাম্মেল হক ও আব্দুস সামাদ।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান আকতারা বেগম রূপা, শাকিলা বেগম, আসলামা বেগম, উম্মে জাহান রিংকু, আফরোজা খাতুন, রোকেয়া বেগম, শায়লা পারভীন, জেবুন নেছা রমিজ।

পার্বতীপুর (দিনাজপুর) : দিনাজপুরের পার্বতীপুর উপজেলা চেয়ারম্যান পদে আ.লীগের উপজেলা সভাপতি হাফিজুল ইসলাম প্রামানিক, জাতীয় পাটির কাজী আব্দুল গফুর ও সতন্ত্র প্রার্থী আক্তার হোসেন মনোনয়নপত্র জমা দিয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে আমিরুল মোমেনীন মমিন, মনজুরুল রশীদ, মোসতারুল হাসান হাকিম ও রবিউল ইসলাম। মহিলা ভাইস চেয়ারম্যান পদে রুকসানা বারী রুকু ও শাহিদা খাতুন শাহি মনোনয়নপত্র দাখিল করেছেন।

নবাবগঞ্জ (দিনাজপুর) : দিনাজপুরের নবাবগঞ্জে চেয়ারম্যান পদে পদে আ.লীগ মনোনীত আতাউর রহমান, জাতীয় পার্টির মনোনীত ফিরোজ সুলতান আলম, বিকল্পধারা মনোনীত প্রার্থী শাহ আলম, স্বতন্ত্র প্রার্থী হাফিজুর রহমান ও নিজামুল হাসান মনোনয়নপত্র জমা দেন। ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ডা. মোশরাফ হোসেন, আঃ রাজ্জাক, ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে পারুল বেগম, শেফালী বেগম, হোসনেয়ারা বেবী, লিপি বেগম, রাজিয়া বেগম, শাবানা বেগম মনোয়নপত্র জমা দিয়েছেন।

ফুলবাড়ী (দিনাজপুর) : দিনাজপুরের ফুলবাড়ীতে চেয়ারম্যান পদে উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান মিল্টন, ওয়ার্কাস পার্টির উপজেলা সম্পাদক শফিকুল ইসলাম শিকদার ও ব্যবসায়ী সুদর্শন পালিত মনোনয়নপত্র দাখিল করেন। ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন আবু মুসা, মকলেছার রহমান ও মঞ্জু রায় চৌধুরী মনোনয়নপত্র দাখিল করেন । মহিলা ভাইস চেয়ারমান পদে মনোনয়নপত্র দাখিল করেন নীরু সামসুন্নাহার ও হাসিনা বানু।

হিলি (দিনাজপুর) : দিনাজপুরের হাকিমপুরে উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আ.লীগের প্রার্থী হারুন উর রশিদ হারুন, ভাইস চেয়ারম্যান পদে আ.লীগ নেতা সোহরাব হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে আ.লীগ নেত্রী ফেন্সিয়ারা পারভিন তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এবার চেয়ারম্যান পদে দুইজন, ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন এবং মহিলা ভাইস চেয়াম্যান পদে পাঁচজন মনোনয়নপত্র কিনেছেন।

রানীশংকৈল (ঠাকুরগাঁও) : ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় চেয়ারম্যান পদে আ.লীগ মনোনীত উপজেলা আ.লীগের সভাপতি অধ্যাপক সইদুল হক, ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শাহরিয়ার আজম মুন্না ও চাষী এনামুল হক মনোনয়নপত্র দাখিল করেছেন।

ভাইস চেয়ারম্যান পদে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সম্পাদক সোহেল রানা, পৌর শ্রমিক লীগ সম্পাদক রুস্তম আলী, দিগেন্দ্র নাথ, আ.লীগ নেতা বাবর আলী ও তোফাজল হোসেন মনোনয়নপত্র জমা দিয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমাদানকারীরা হলেন মাহফুজা বেগম, ফরিদা ইয়াসমিন ও ওয়ার্কার্স পার্টির নেত্রী শেফালী বেগম।

বদরগঞ্জ (রংপুর) : রংপুরের বদরগঞ্জে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন আ.লীগের ফজলে রাব্বি সুইট, স্বতন্ত্র প্রার্থী সাইদুল ইসলাম ও জাকের পার্টির আবুল কালাম আজাদ।

ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে মঞ্জুরুল ইসলাম রন্টু, তাজুল ইসলাম, রেজাউল করিম পান্না, গোলাম রব্বানি।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে আফরোজা বেগম, রুবিনা আখতার, নাজমা জাহানুর, শিরিন কাওছার, লিপি ইসলাম মনোনয়নপত্র দাখিল করেন।

পীরগঞ্জ (রংপুর) : রংপুরের পীরগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন আ.লীগ মনোনীত প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান নুর মোহাম্মদ মন্ডল, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী নুরে আলম যাদু, এনপিপি’র অবসরপ্রাপ্ত সেনা সদস্য মাহবুবার রহমান, উপজেলা আ.লীগের সাবেক সম্পাদক মোকাররম হোসেন চৌধুরী জাহাঙ্গীর ও উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আনোয়ার হোসেন।

ভাইস চেয়ারম্যান পদে যারা মনোনয়ন দাখিল করেন তারা হলেন পীরগঞ্জ উপজেলা আ.লীগের সাংগাঠনিক সম্পাদক শফিউর রহমান মন্ডল মিলন,উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এ.জেড.এম সেকেন্দার আলী মন্ডল, শানেরহাট ইউনিয়ন আ.লীগের সম্পাদক খন্দকার সাইফুর রহমান সুমন, সৈয়দ আসাদুজ্জামান লিটন, অবসরপ্রাপ্ত সেনা সদস্য জহুরুল ইসলাম মিঠু, আনোয়ার পারভেজ মধু ও শিক্ষক- আনোয়ারুল ইসলাম। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন পীরগঞ্জ উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান উম্মে হাবিবা বেগম মিথি, শিক্ষিকা রওশন আরা আলম রিনা ও শিরীনা আক্তার শিরিন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close