শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি

  ২৩ অক্টোবর, ২০১৮

শাজাহানপুরে রাস্তা কেটে কৃষি জমি

বগুড়ার শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের ভ্রমরকুটি উত্তরপাড়া গ্রামে এলাকাবাসীর চলাচলের রাস্তা কেটে কৃষি জমিতে পরিণত করার অভিযোগ উঠেছে। এ বিষয়ে গত রোববার শাজাহানপুর থানায় ও গতকাল সোমবার ইউএনও কার্যালয়ে অভিযোগ করা হয়।

অভিযোগ সূত্রে ও সরেজমিনে জানা গেছে, ১৯৩০ সালে প্রস্তুতকৃত সিএস নকশায় উল্লেখ থাকা ওই রাস্তাটি গ্রামবাসী প্রায় ১০০ বছর যাবৎ ব্যবহার করে আসছে। খোট্টাপাড়া ইউনিয়ন বোর্ড সরকারিভাবে ৪ থেকে ৫ বার মাটি কেটে রাস্তাটি সংস্কার করেছে। গত ১২ অক্টোবর একই গ্রামের ওসমান গণি ১০ ফিট প্রসস্থ ও ৬০ ফিট দৈর্ঘ্যর রাস্তাটি কেটে কৃষি জমিতে পরিণত করেছে।

অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, ওই রাস্তাটি সরকারি খাস খতিয়ানভূক্ত ভ্রমরকুটি উত্তরপাড়া মোহাম্মদ আলীর বাড়ি থেকে পশ্চিম দিকে পন্ডিতপাড়ার মধ্যে দিয়ে ভ্রমরকুটি নবনুর হাফেজিয়া মাদরাসা পর্যন্ত।

অভিযুক্ত ওসমান গণির পরিবারে সদস্যরা জানান, রাস্তাটি আগে সিএস নকশায় উল্লেখ ছিলো এখন আর নেই। এছাড়াও শাহানা খাতুন তাদের এক শতক জমি দখল করে রেখেছে। এ বিষয়ে বিস্তারিত জানার জন্য ইউপি চেয়ারম্যানের সাথে যোগাযোগ করতে বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফুয়ারা খাতুন জানান, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close