কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি

  ০৮ সেপ্টেম্বর, ২০১৮

ফেসবুকে ছবি পোস্ট করায় কলেজছাত্রকে পিটিয়ে আহত

গোপালগঞ্জের কাশিয়ানীতে ফেসবুকে ছবি পোস্ট দেওয়ায় জান্নাতুল নাঈম (১৯) নামের এক কলেজছাত্রকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষ ছাত্ররা। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার রামদিয়া সরকারি এসকে কলেজের শহীদ আলী আকবার ছাত্রাবাসে এ ঘটনা ঘটেছে। আহত নাঈমকে তার সহপাঠীরা উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করে। পরে তার অবস্থার অবনতি হলে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। ঘটনার পর অভিযুক্তরা ছাত্রাবাস ছেড়ে পালিয়ে যায়। আহত নাঈম ওই কলেজের অনার্স প্রথমবর্ষের ছাত্র এবং শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার ছেউড়িয়া গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে।

আহত নাঈম করে বলেন, ‘আমাদের কলেজ ছাত্রাবাসের ফেসবুক গ্রুপ ম্যাসেঞ্জারে একটি ছবি পোস্ট করি। কিন্তু কলেজের সিনিয়র ভাইরা বিষয়টি নিয়ে আপত্তি করলে আমি তাদের কাছে ক্ষমা চাই। এক পর্যায় গত বৃহস্পতিবার সন্ধ্যায় অনার্স দ্বিতীয়বর্ষের ছাত্র রহিম, হেলাল, অনিক ও সাঈদের নেতৃত্বে ১০/১২ জন মিলে বৈঠক করে আমাকে ছাত্রাবাসের একটি কক্ষে আটকে ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে বেধড়ক মারতে থাকে। আমি চিৎকার দিলে আমার সহপাঠীরা আসলে তারা পালিয়ে যায়।’ অভিযুক্ত ছাত্রদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। কলেজ অধ্যক্ষ প্রফেসর আবু বকর সিদ্দিক বলেন, ‘আমি বিষয়টি ফোনে জেনেছি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’ একই কথা জানান রামদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. খন্দকার আমিনুর রহমান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close