কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

  ১০ আগস্ট, ২০১৮

হত্যা মামলার সাক্ষীকে অপহরণ

মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ি এলাকায় আলোচিত আল-আমিন হত্যা মামলার প্রধান সাক্ষী এনামুল হক ফকিরকে (২৫) অপহরণ করে কুপিয়ে জখম ও দুই পা ভেঙে দিয়েছে প্রতিপক্ষ। গত বুধবার বিকালে অপহরণের পর তাকে মৃত ভেবে সিকদার বাড়ির বিলে ফেলে যায়। খবর পেয়ে খাসেরহাট পুলিশ রাত ৮টায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। তবে এঘটনায় মাদারীপুর সিআইডির ইন্সপেক্টর আহসানুল হকের মদদ আছে বলে অভিযোগ করেন আহতের পরিবার। এ ঘটনায় গত বৃহস্পতিবার সকালে সাংবাদিক সম্মেলন করেছে হামলার শিকার এনামুল হক ফকিরের স্বজনরা।

পরিবার সূত্রে জানা যায়, আল-আমিন হত্যা মামলার সাক্ষী দক্ষিণ বাঁশগাড়ি মধ্যচর গ্রামের মজিবর ফকিরের ছেলে এনামুল হক ঢাকা থেকে দেশে আসার খবর পেয়ে প্রতিপক্ষের লোকজন তাকে অপহরণ করে।

এ ব্যাপারে মাদারীপুর সিআইডির ইন্সপেক্টর আহসানুল হক বলেন ‘আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সত্য নয়। তবে সে যেহেতু হত্যা মামলার সাক্ষী সেহেতু আমি তাকে সাক্ষী দিতে অনুরোধ জানিয়েছি। আর তার ওপরে যারা হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি আমিও জানাই।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close