নিজস্ব প্রতিবেদক

  ২১ জুলাই, ২০১৭

‘অবৈধ দখল ছাড়লেই জলাবদ্ধতা দূর হবে’

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক মিরপুরবাসীর উদ্দেশে বলেছেন, ‘আপনারা সরকারি জায়গার অবৈধ দখল ছাড়ুন, রাস্তা বড় করা হবে। অবৈধ দখল না ছাড়লে জলাবদ্ধতা থাকবেই।’ গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর পল্লবীতে কালশী ইসলামিয়া উচ্চ বিদ্যালয় এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র এসব কথা বলেন।

মেয়র আনিসুল হক বলেন, ‘আপনারা সহযোগিতা করুন, ড্রেনেজ-ব্যবস্থার উন্নয়ন হবে এবং দ্রুত জলাবদ্ধতার নিরসন হবে।’ তিনি বলেন, ‘রাস্তা করার দায়িত্ব এলাকাবাসীর। শুধু মেয়রের একার পক্ষে এই কাজ সম্পন্ন করা সম্ভব নয়।’ মেয়র বলেন, ‘বৃষ্টির সময় বেশি করে পরিবেশবান্ধব গাছ লাগাতে হবে। হঠাৎ করেই ঢাকা শহর সবুজ হবে না। আপনারা গাছ লাগান একদিন পুরো ঢাকা সবুজ হয়ে যাবে। সবুজ ঢাকা গড়তে সময় লাগবে। প্রত্যেকের উচিত একটি করে গাছ লাগানো।’

কালশী ইসলামিয়া উচ্চ বিদ্যালয় এলাকায় একটি ফুটওভারব্রিজ তৈরি করার ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘একটু সময় লাগবে। এই বিষয়ে ডিএনসিসির প্রধান প্রকৌশলী জরুরি পদক্ষেপ নেবেন।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist