নিজস্ব প্রতিবেদক

  ০৮ অক্টোবর, ২০১৯

পরিমাপে কম দেওয়ায় ২ পেট্রল পাম্পের বিরুদ্ধে মামলা

ওজন ও পরিমাপে কারচুপির অপরাধে দুটি পেট্রলপাম্পের বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। গতকাল সোমবার ঢাকা মহানগরীর মহাখালী এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয় বলে জানিয়েছেন বিএসটিআইয়ের উপপরিচালক (মেট্রোলজি) মো. রেজাউল করিম সরকার।

তিনি বলেন, অভিযুক্ত দুটি পেট্রলপাম্প যথাক্রমে মেসার্স এসআর এন্টারপ্রাইজ অকটেন পরিমাপে প্রতি ৫ লিটারে ৪০ মিলি ও ডিজেল পরিমাপে প্রতি ৫ লিটারে ১৬০ মিলিলিটার কম এবং মেসার্স সোহাগ ফিলিং স্টেশন অকটেন পরিমাপে প্রতি ৫ লিটারে ৬০ মিলিলিটার ও ডিজেল পরিমাপে ৫ লিটারে ৮০ মিলিলিটার কম দেওয়ায় প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে ‘ওজন ও পরিমাপ মানদ- আইন-২০১৮’ অনুযায়ী মামলা করা হয়।

বিএসটিআইয়ের এ অভিযানে সংস্থাটির সহকারী পরিচালক মো. রেজাউল করিমের নেতৃত্বে সহকারী পরিচালক মো. মোন্নাফ হোসেন, পরিদর্শক মো. লিয়াকত হোসেন ও মো. বিল্লাল হোসেন উপস্থিত ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close