গাজীপুর প্রতিনিধি

  ০৪ সেপ্টেম্বর, ২০১৯

‘১১ বছরে বিদ্যুতের উৎপাদন বেড়েছে প্রায় ৭ গুণ’

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, গত ১১ বছরে বিদ্যুতের উৎপাদন প্রায় সাত গুণ বেড়েছে। আমরা যখন ১১ বছর আগে ক্ষমতায় আসি, তখন বিদ্যুতের উৎপাদন ছিল ৩ হাজার মেগাওয়াট। আর এখন উৎপাদন হচ্ছে প্রায় ২০ হাজার মেগাওয়াট। উৎপাদন বেড়েছে প্রায় সাত গুণ। গতকাল মঙ্গলবার গাজীপুর সিটি করপোরেশনের টান কড্ডা এলাকায় ‘নাওজোর ২০/২৮ এমভিএ, ৩৩/১১ কেভি বিদ্যুৎ উপকেন্দ্র’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে এ বিদ্যুৎ উপকেন্দ্র স্থাপন করা হয়েছে। এ ছাড়া গাজীপুরের কাশিমপুর, এনায়েতপুর, লস্করচালা, দেউলিয়াবাড়ী ও কোনাবাড়ী এলাকায় পাঁচটি বিদ্যুৎ উপকেন্দ্র স্থাপনের কাজ চলছে। এ নির্বাচনী এলাকায় শুধু বিদ্যুতে ১০০ কোটি টাকার মতো কাজ হচ্ছে। বিদ্যুৎ জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য লাইনেরও সংস্কার করা হচ্ছে। আরো ২০ বছর পরে চাহিদা কী হতে পারে, সেটা হিসাব করে আমরা কাজগুলো করছি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close