reporterঅনলাইন ডেস্ক
  ১৫ অক্টোবর, ২০১৮

উত্তরখানের বিস্ফোরণে ৮ জন দগ্ধ হওয়া প্রসঙ্গে

রাজধানীর উত্তরখানের ব্যাপারীপাড়ায় গত শনিবার ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকা-ের ঘটনায় সেখানে বসবাসরত ৮ জনই দগ্ধ হয়। তিতাস গ্যাসের জরুরি গ্যাস নিয়ন্ত্রণ বিভাগের উপমহাব্যবস্থাপকের নেতৃত্বে একটি পরিদর্শক দল ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শক দল দেখতে পান, ওই ফø্যাটের ভেন্টিলেশন ব্যবস্থা ছিল অপ্রতুল। ফ্ল্যাটের কিচেন এবং ৩ টি আবাসিক রুম ঝলসানো অবস্থায় ছিল। গ্যাসের চুলাটি হাউজ লাইনের সাথে হোজ পাইপের সাহায্যে সংযুক্ত যা সম্পূর্ণ অক্ষত। গ্যাস লাইনের লিকেজ হতে ওই দুর্ঘটনা ঘটেনি। সংশ্লিষ্ট এলাকাটি স্বল্পচাপ প্রবন। ভোরের দিকে গ্যাস সরবরাহ ভাল থাকে। প্রাথমিক তদন্তে প্রতীয়মান হয়, অসাবধানতা বসত চুলার চাবি খোলা থাকায় ও রুমের জানালা বন্ধ থাকায় সম্পূর্ণ বাসাতে গ্যাস ছড়িয়ে পড়ে। ফলে চুলা জ্বালানোর সময় অগ্নি সংস্পর্শে আসা মাত্র ভয়াবহ দুর্ঘটনা ঘটে। অনুসন্ধানের জন্য ৩ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close