কূটনৈতিক প্রতিবেদক

  ২৯ মে, ২০১৮

ঢাকায় থাই রাজকুমারী

প্রথম দিন ঘুরে দেখলেন মুক্তিযুদ্ধ জাদুঘর

পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীর আমন্ত্রণে চার দিনের সফরে ঢাকায় এসেছেন থাইল্যান্ডের রাজকুমারী মহাচক্রী সিরিনধরন। তার নেতৃত্বে থাইল্যান্ড সরকারের ১১ সদস্যের প্রতিনিধিদল বাংলাদেশে অবস্থানকালে দেশটির প্রয়াত রাজা ভূমিবলের রয়্যাল চাই পাতানা ফাউন্ডেশনের অধীনে ২০১১ সালে রাজকুমারী সিরিনধরনের শুরু করা উন্নয়ন প্রকল্পগুলো পরিদর্শন করবেন। গতকাল সোমবার সফরসঙ্গীদের নিয়ে থাই রাজকুমারী ঢাকার হযরত শাহ্ জালাল (রঃ) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তাকে স্বাগত জানান। পরে শাহরিয়ার আলম বিমানবন্দরেই থাই রাজকুমারীর সঙ্গে সংক্ষিপ্ত আলোচনা করেন। সফরের প্রথম দিনের বিকালে রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের বিভিন্ন গ্যালারি ঘুরে দেখেন থাই রাজকুমারী।

এর আগে থাই রাজকুমারী বিকাল পৌনে ৫টার দিকে মুক্তিযুদ্ধ জাদুঘরে এসে পৌঁছান। এ সময় জাদুঘরের শীর্ষ কর্মকর্তারা তাকে স্বাগত জানান। পরে জাদুঘরের বিভিন্ন গ্যালারি ঘুরিয়ে দেখানো হয় তাকে। গ্যালারিতে সংরক্ষিত ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পাকিস্তানি সেনাদের নৃশংসতার চিত্র থাই রাজকুমারীকে তুলে ধরেন জাদুঘরের কর্মকর্তারা। এছাড়া অন্যান্য প্রদর্শনীও ঘুরে দেখেন তিনি।

বাংলাদেশে অবস্থানকালে থাই রাজকুমারীর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী ও সংস্কৃতিবিষয়কমন্ত্রী আসাদুজ্জামান নূরসহ বিশিষ্টজনদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। মহাচক্রী সিরিনধরন তার সফরসঙ্গীদের নিয়ে থাইল্যান্ডের রাজার রয়্যাল চাই পাতানা ফাউন্ডেশনের অধীনে বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করবেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist