সংসদ প্রতিবেদক

  ০৪ মে, ২০১৮

কৃষি গবেষণা জোরদার করতে হবে : স্পিকার

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা করতে সক্ষম না হলে খাদ্য নিরাপত্তা হুমকির সম্মুখীন হতে পারে। এ কারণে বৈশ্বিক খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি গবেষণা জোরদার করতে হবে। এ সময় তিনি খাদ্য উৎপাদন ও মজুদ বৃদ্ধি সর্বোপরি কৃষি সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। গতকাল বৃহস্পতিবার ঢাকায় লেকশোর হোটেলে ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্স ইনস্টিটিউট (আইএফপিআরআই) আয়োজিত ‘গ্লোবাল ফুড পলিসি রিপোর্ট -২০১৮’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে ‘গ্লোবাল ফুড পলিসি রিপোর্ট -২০১৮’ এর মোড়ক উন্মোচন করেন তিনি।

স্পিকার বলেন, ২০১৮ সালের গ্লোবাল ফুড পলিসি রিপোর্ট খাদ্যনীতির মূল বিষয়, উন্নয়ন ক্ষেত্র ও চ্যালেঞ্জ তুলে ধরেছে। এ বছরের প্রতিবেদনে বিশ্বায়নবাদ-বিরোধী সাম্প্রদায়িক উত্থান, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্বব্যাপী বাণিজ্য বিনিয়োগ, অভিবাসন এবং জ্ঞান ও অভিজ্ঞতা লাভের সুবিধা কিভাবে ভূমিকা রাখতে পারে সে বিষয়ে দৃষ্টিপাত করেছে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইএফপিআরআইয়ের কান্ট্রি রিপ্রেজেনটেটিভ ড. আক্তার আহমেদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইএফপিআরআইয়ের ডিরেক্টর জেনারেল ড. সেনগেন ফ্যান। অ্যামিরেটাস অধ্যাপক ড. এম এ সাত্তার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান ও কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মইনউদ্দিন আব্দুল্লাহ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান হোসেইন জিল্লুর রহমান, বিআইডিএসের সিনিয়র রিসার্স ফেলো ড. নাজনীন আহমেদ প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist