রংপুর ব্যুরো

  ২২ এপ্রিল, ২০১৮

রংপুরে অবৈধ ক্লিনিক বন্ধের আলটিমেটাম

রংপুর নগরীর জনসেবা ক্লিনিকসহ রেজিস্ট্রেশনবিহীন অবৈধ সব ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার ৪৮ ঘণ্টার মধ্যে বন্ধ ঘোষণার দাবি জানিয়ে আলটিমেটাম দিয়েছে রংপুর সম্মিলিত টেলিভিশন সাংবাদিক পরিষদ। গতকাল শনিবার রংপুর প্রেস ক্লাব চত্বরে এই পরিষদের ব্যানারে এক মানববন্ধনে সাংবাদিকরা এ দাবি করেন।

রংপুর সম্মিলিত টেলিভিশন সাংবাদিক পরিষদের আহ্বায়ক মাহবুবুল ইসলামের সভাপতিত্বে এই সমাবেশে বক্তব্য দেন রংপুর প্রেস ক্লাবের সভাপতি সদরুল আলম দুলু, চ্যানেল আইয়ের সিনিয়র স্টাফ রিপোর্টার মেরিনা লাভলী, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক শাহ্ বায়েজিদ আহমেদ, বৈশাখী টিভির প্রতিনিধি আফতাব হোসেন, সিটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম পিয়াল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, স্বাস্থ্য বিভাগের অনুমোদনহীন নগরীর প্রাণকেন্দ্রে জনসেবা ক্লিনিক দীর্ঘদিন ধরে চিকিৎসার নামে অপচিকিৎসা দিয়ে আসছে। সাধারণ মানুষকে জিম্মি করে অর্থ আদায় করছে।

গত মঙ্গলবার রাতে ক্লিনিকের মালিকদের পোষা সন্ত্রাসী বাহিনী এশিয়ান টেলিভিশনের ক্যামেরাপারসন এ কে এম সুমন মিয়ার ওপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে। তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া সমাবেশে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক প্রবেশে বাধা দানের তীব্র নিন্দা জানানো হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist