লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

  ১১ জানুয়ারি, ২০২৪

শান্তিপূর্ণ নির্বাচনে লোহাগাড়া ওসির ভূমিকা প্রশংসিত

গত ২০২৩ সালে ২৮ অক্টোবর থেকে শুরু হয়েছিল বিএনপিসহ সমমনা দলের ডাকা হরতাল, অবরোধ ও অন্য কর্মসূচি। দলটির ডাকা টানা কর্মসূচিগুলো প্রতিরোধ করতে কঠোর অবস্থানে ছিল লোহাগাড়া থানা পুলিশ। বিএনপির ডাকা হরতাল, অবরোধসহ নানা কর্মসূচিতে ককটেল বিস্ফোরণ, নাশকতা ও সহিংসতা মোকাবিলায় নিরলসভাবে কাজ করেছেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল ইসলাম। পরে দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে শুরু হয় আবারও টানা অবরোধ, হরতালসহ বিভিন্ন ধরনের কর্মসূচি। এসব কর্মসূচির সহিংসতা মোকাবিলায় কঠোর অবস্থানে ছিল লোহাগাড়া থানা পুলিশ। এসব সহিংসতা প্রতিরোধে লোহাগাড়া থানার ওসি মো. রাশেদুল ইসলামের নেতৃত্বে পুলিশের পৃথক পৃথক টিম কাজ করে প্রশংসিত হয়েছেন সর্বমহলে। বাংলাদেশের প্রায়ই থানায় হরতাল-অবরোধ চলাকালিন গাড়ি পুড়িয়ে দেওয়ার মতো সহিংস ঘটনা ঘটলেও ব্যতিক্রম ছিল দেশের ঝুঁকিপূর্ণ উপজেলার তালিকায় শীর্ষে থাকা লোহাগাড়া। বলা যায়, এক্ষেত্র ওসি রাশেদুল ইসলাম অত্যন্ত দক্ষতা, বুদ্ধিমত্তা এবং সাহসিকতা দিয়ে সহিংস কর্মকান্ড দমিয়ে রেখেছিলেন। ২০২৪ সালে ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচন সম্পূর্ণ করা হয়। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে নির্বিঘ্নে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে সেটি নিশ্চিত করতে উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ, আনসার, এপিবিএন, র‌্যাব, বিজিবি ও সেনাবাহিনীর টিম কাজ করেছে। পাশাপাশি গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরাও মাঠে কাজ করেছে। এ নির্বাচনকে সুন্দর, সুষ্ঠু, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ করতে নিরলসভাবে কাজ করেছেন লোহাগাড়া থানার ওসি মো. রাশেদুল ইসলাম। এ বিষয়ে দক্ষিণ জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিজয় কুমার বড়ুয়া জানান, নির্বাচনে কোনো ধরনের সহিংসতা হয়নি। নির্বাচনের পরিবেশ সুন্দর ও সুশৃঙ্খল রাখতে ওসির ভূমিকা ছিল

প্রশংসনীয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা সবাই এগিয়ে যাব।লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন জানান, এবারে নির্বাচন ছিল স্মরণকালের সেরা নির্বাচন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close