বান্দরবান প্রতিনিধি

  ২২ মে, ২০২৪

নানা আয়োজনে বান্দরবানে বুদ্ধপূর্ণিমা উদযাপন

ছবি : প্রতিদিনের সংবাদ

বান্দরবানে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব বুদ্ধপূর্ণিমা উদযাপিত হয়েছে। বুধবার বান্দরবানে বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধের স্মৃতিবিজড়িত দিনটি উপলক্ষে বান্দরবান রাজবাড়ী থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক পদক্ষিণ শেষে রাজগুরু বিহারের বোধিবৃক্ষতলে সমাবেত হয়।

শোভাযাত্রায় বান্দরবান বোমাং সার্কেল চিফ রাজা উচপ্রু চৌধুরীসহ বৌদ্ধ সম্প্রদায়ের নেতারা অংশ নেন। পরে বোধিবৃক্ষতলে পঞ্চশীল গ্রহণের পর বৌদ্ধ ধর্মাবলম্বী নর-নারী, দায়ক-দায়িকা, উপসেক-উপাসিকারা চন্দনের জল ও ফুল নিয়ে বোধিবৃক্ষমূলে চন্দন জল সিঞ্চনের মধ্য দিয়ে দিনটি পালন করেন। পরে বিহারের সমবেত হয়ে পঞ্চশীল গ্রহণ এবং হাজার প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। প্রার্থনায় রাজগুরু বৌদ্ধবিহার, কেন্দ্রীয় বৌদ্ধবিহারের বৌদ্ধ ভিক্ষু ও শত শত বৌদ্ধ ধর্মাবলম্বী নর-নারী ও দায়ক-দায়িকা অংশ নেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বান্দরবান
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close