ক্রীড়া ডেস্ক

  ২০ সেপ্টেম্বর, ২০১৭

পেশাদার বক্সার হচ্ছেন ফার্দিনান্দ!

ফুটবলার হিসেবে অনেক আগেই নিজেকে প্রমাণ করেছেন রিও ফার্দিনান্দ। তুলে রেখেছেন বুট জোড়া। এবার নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ইংলিশ ডিফেন্ডার। পেশার বক্সার হওয়ার চ্যালেঞ্জটা হাতে নিলেন ৩৮ বছর বয়সী এই তারকা।

বক্সিং জগতে প্রবেশের খবরটা নিজেই জানিয়েছেন ফার্দিনান্দ। বললেন নতুন চ্যালেঞ্জ প্রসঙ্গে, ‘ফুটবলার হিসেবে অনেকদিন আমি মাঠে ছিলাম। এবার নতুন একটা খেলার মাধ্যমে নিজেকে প্রমাণ করতে নেমেছি।’ ফুটবলকে বিদায় জানানোর দুই বছর পর ফার্দিনান্দ ঘোষণা দিয়েছেন, শিগগিরই হয়ে উঠবেন একজন পেশাদার বক্সার।

ইংল্যান্ডের জার্সিতে ৮১টি ম্যাচ খেলেছেন ফার্দিনান্দ। ক্লাব ক্যারিয়ারে খেলেছেন ওয়েস্টহাম, লিডস, ম্যানচেস্টার ইউনাইটেড এবং কুইন্স পার্ক রেঞ্জার্সে। যা তার দীর্ঘ কুড়ি বছরের ক্যারিয়ারকে সমৃদ্ধ করেছে। ফার্দিনান্দ এবার পারবেন তো বক্সিংয়ে নিজের ক্যারয়ার গড়তে? উত্তরটা তোলা থাকল ভবিষ্যতের জন্য। অবশ্য ক্যারিয়ার গড়ার অভিজানও ইতোমধ্যে শুরু করে দিয়েছেন ইউনাইটেডের সাবেক ফুটবলার।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist