ক্রীড়া ডেস্ক

  ২১ আগস্ট, ২০১৭

ওয়েস্ট ইন্ডিজের লজ্জার হার

ব্যাটিং ব্যর্থতার করুণ এক প্রদর্শনীর পর ইংল্যান্ডের কাছে নাস্তানাবুদ হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও বিধ্বস্ত হয়েছে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইনআপ। প্রতিরোধ গড়তে পারলেন না কেউই। তিন দিনেই অতিথিদের গুঁড়িয়ে দিয়ে ইংল্যান্ডের মাটিতে প্রথম দিন-রাতের টেস্ট জিতেছে জো রুটের দল।

এজবাস্টন টেস্টে ইনিংস ও ২০৯ রানের বিশাল ব্যবধানে জিতে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে ‘ত্রি-লায়ন্স’রা। এর আগে শনিবার ম্যাচের তৃতীয় দিন ৪৭ ওভারে ১৬৮ রানে অলআউট হয়ে ফলোঅনে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ইনিংসে অতিথিদের ব্যাটিং আরো ছন্নছাড়া; ৪৫.৪ ওভারে ১৩৭ রানে গুটিয়ে যায়। নেই কোনো কোনো অর্ধশতক, জুটি বেধেও স্পর্শ করতে পারেনি পঞ্চাশ। এদিন দুই ইনিংস মিলিয়ে ৭৬.৪ ওভারে ২৬১ রান তুলতে ১৯ উইকেট হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। নিঃসঙ্গ হয়ে একাই লড়লেন জার্মেইন ব্ল্যাকউড, তাতে ব্যবধান বাড়ল সামান্যই। জেমস অ্যান্ডারসনের সঙ্গে উইকেট শিকারে যোগ দিলেন স্টুয়ার্ট ব্রড, টরি রোল্যান্ড-জোন্স আর মঈন আলি। ঝড়ে এলোমেলো একসময়ের মহাপরাক্রমশালী ক্যারিবিয়ানরা। ইংল্যান্ডকে আবার ব্যাটিংয়ে নামাতে ৩৪৬ রান দরকার ছিল অতিথিদের। ব্যাটিং ব্যর্থতায় দলটি যেতে পারেনি তার ধারেকাছে। এবারও ওয়েস্ট ইন্ডিজের বিপদের শুরু ইংলিশ পেস গান জেমস অ্যান্ডারসনের হাত ধরে। কাইরন পাওয়েলকে বিদায় করে প্রথম আঘাত হানেন তিনিই। অন্য উদ্বোধনী ব্যাটসম্যান ক্রেইগ ব্র্যাথওয়েট খানিকটা প্রতিরোধ গড়েন। ৭৬ বল টিকে থেকে করেন ৪০ রান। ৫০ এর বেশি বল খেলতে পারেননি ওয়েস্ট ইন্ডিজের আর কোনো ব্যাটসম্যান। প্রথম ইনিংসে শূন্য রানে আউট হওয়া রোস্টন চেইস এবার ৪৭ বলে করেন ২৪ রান। বিশের ঘরে যেতে পারেনি অতিথিদের আর কোনো ব্যাটসম্যান। এর আগে প্রথম ইনিংসে ইংল্যান্ড সংগ্রহ করে ৮ উইকেটে ৫১৪ রানের বিশাল স্কোর। এ পাহাড় গড়ার পথে ২৪৩ রানের দারুণ ইনিংস খেলা ইংলিশ ওপেনার অ্যালিস্টার কুক।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist