ক্রীড়া ডেস্ক

  ২৪ জুন, ২০১৭

মুখ খুললেন কোহলি

অনিল কুম্বলে বনাম বিরাট কোহলির দ্বন্দ্বে এখন অস্থির ভারতীয় ক্রিকেট। তবে এসবের মাঝেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে মাঠে নেমেছে বিরাট কোহলির ভারত। কোহলি না চাওয়াতেই মূলত পদত্যাগ করেছেন কোচ কুম্বলে। এ ঘটনার পর থেকেই তোপের মুখে পড়েছেন কোহলি। গত কয়েক দিন এ ইস্যুতে কিছুই বলেননি কোহলি। অবশেষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচের আগে সতর্কভাবে মুখ খুললেন ভারতীয় ক্যাপ্টেন।

তবে মুখ খুললেও তেমন কিছুই বলেননি তিনি। শুরু করতে গিয়েও পিছিয়ে গেলেন। সাংবাদিক সম্মেলনে এসে ভারত অধিনায়ক বলেন, তার কাছে ড্রেসিংরুমের পবিত্রতা এবং গোপনীয়তা রক্ষা করাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই কুম্বলে নিয়ে জনসমক্ষে কিছু বলতে চাইবেন না।

উল্টে ক্রিকেটার কুম্বলেকে নিয়ে শ্রদ্ধার কথাই শোনা গেল কোহালির মুখে। বলে দিলেন, ‘ক্রিকেটার হিসেবে ওর যা প্রাপ্তি, সেটাকে আমি এবং আমরা খুবই সম্মান করি। দেশের হয়ে যে সব গৌরবজনক মুহূর্ত উপহার দিয়েছেন, সেটাকে শ্রদ্ধা করি। কোনো কিছুই সেই শ্রদ্ধার জায়গাকে কেড়ে নিতে পারবে না।’

যদিও গত কয়েক দিন ধরে কোহলির দিকে নানা প্ররোচনা ছিল মুখ খোলার। কোচ কুম্বলে নিজে থেকে পদত্যাগের ঘোষণা করেন টুইটারে। সেখানে তিনি সাফ জানিয়ে দেন, অধিনায়ক কোহলি চাননি বলেই তাকে সরে যেতে হচ্ছে। কুম্বলে এমনও জানান যে, বোর্ড থেকে তাকে যখন বলা হয় যে, তার কাজের ভঙ্গি নিয়ে অধিনায়কের আপত্তি আছে, তিনি বেশ অবাকই হয়েছিলেন। কারণ, বরাবর কোচ এবং অধিনায়কের সীমানা সম্পর্কে তিনি ওয়াকিবহাল। এ ক্ষেত্রেও সেই সীমা তিনি কখনো লঙ্ঘন করেননি।

সুনীল গাভাস্কারসহ অনেকে এর পরেই দাবি তোলেন, কোহলিও তার দিকটা সামনে আনুক। কিন্তু কোহলি বুঝিয়ে দিলেন, কুম্বলে-বিতর্ক নিয়ে তিনি আপাতত ব্যাট তুলবেন না।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist