খেলা ডেস্ক

  ২৮ মে, ২০১৭

তামিমদের ব্যাটিং প্রস্তুতি

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিকে আসন্ন রেখে দারুণভাবেই নিজেদের প্রস্তুত করছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। কাল টুর্নামেন্টের প্রথম প্রস্তুতি ম্যাচে পাকিস্তানকে নিয়ে তো রীতিমত ছেলেখেলায় মেতেছিল টাইগাররা। টস জিতে আগে ব্যাট করতে নেমে পাকবাহিনীর উপর ৩৪১ রানের বিশাল পাহাড় চাপিয়ে দিয়েছিল লাল-সবুজ জার্সিধারীরা। জবাব দিতে নেমে সেই চাপেই শেষ হয়ে গেছে সরফরাজ আহমেদের দল।

৪০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ৪ উইকেটে ২৬৮ রান। টাইগারদের সাড়ে তিনশ রান শুধু সময়ের অপেক্ষা এমনটাই ধারণা ছিল। স্ক্রিনে সম্ভাব্য স্কোর অবশ্য দেখাচ্ছিল ৩৩৫। শুরুতে তোলা ঝড়টা মাথায় রাখলে একেও কম মনে হচ্ছিল। কিন্তু শেষের প্রত্যাশিত ঝড়টা শুধু ঈশান কোণে উঁকিঝুঁকি দিল, রুদ্ররূপে পাকিস্তানকে কাঁপাতে পারল না। পাকিস্তানকে স্বস্তি দিয়ে বাংলাদেশের থামল ৯ উইকেটে ৩৪১ রান করে।

৩৪১ রানেও স্বস্তি! হঠাৎ করে এমন কিছু পড়লে অবিশ্বাস জাগতে পারে। কিন্তু চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি ম্যাচে বাংলাদেশে যেভাবে শুরু করেছিল তাতে এটাও কম মনে হচ্ছে। মাত্র ২৭ রানে সৌম্য সরকারকে হারালেও তামিম ইকবাল ওটা নিয়ে একদমই মাথা ঘামালেন না। আয়ারল্যান্ডের ফর্মটা টেনে নিয়ে এলেন এ ম্যাচেও। ৯৩ বলে ৯ চার ও ৪ ছক্কায় পেয়েছেন সেঞ্চুরি (১০২)। তাঁকে যোগ্য সঙ্গ দিয়েছেন পুরো আয়ারল্যান্ড সফরে বসে থাকা ইমরুল কায়েস। তিনে নামা ইমরুলের ৬১ রান এসেছে ৬২ বলে। দ্বিতীয় উইকেট জুটিতে এ দুজনের ১২২ বলে ১৪২ রানেই বড় স্কোরের ভিত্তি পেল বাংলাদেশ।

মোহাম্মদ আমিরকে বিশ্রাম দিয়ে নামা পাকিস্তানের বোলিং আক্রমণ কোনোভাবেই দাঁত বসাতে পারছিল না বাংলাদেশের ব্যাটিংয়ে। তবে দ্রুত রান তোলার তাড়ায় বাংলাদেশের ব্যাটসম্যানরাই সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। তামিম ও ইমরুল দুজনই ফিরেছেন শাদাব খানের লেগ স্পিনে। এরপর ভালো শুরু করেও ইনিংসের পূর্ণতা না দিয়ে ফিরেছেন মুশফিক ও সাকিব। ৩৫ বলে ৪৬ রানের ঝড় তুলে বিদায় হয়েছেন মুশি। সাকিবের ব্যাট থেকে এসেছে ২৭ বলে ২৩ রান। তাদের মতো দারুণ শুরু করেও ইনিংসকে পূর্ণতা দিতে পারেননি লোয়ার অর্ডারের দুই ব্যাটসম্যান। মাহমুদউল্লাহ ২৪ বলে ১৯ রান করেছেন এবং মাত্র ১৫ বলে ২৬ রানের ঝড় তুলেছেন মোসাদ্দেক হোসেন সৈকত।

শেষ দশ ওভারে ৫ উইকেট হারিয়ে মাত্র ৭৩ রান করেছে বাংলাদেশ। পাকিস্তানের জুনায়েদ খান ৭৩ রান দিয়ে পেয়েছেন ৪ উইকেট। আরেক বাঁহাতি পেসার ওয়াহাব রিয়াজ ৯ ওভারে ৬৮ রান দিয়েও ছিলেন উইকেটশূন্য। ডানহাতি পেসার হাসান আলীই কেবল একটু নিয়ন্ত্রিত বোলিং করেছেন, ১০ ওভারে ৫৮ রান দিয়ে পেয়েছেন ২ উইকেট।

বাংলাদেশের ব্যাটসম্যানদের ছুড়ে দেওয়া রানপাহাড়ের চাপে শুরুতেই নুয়ে পড়ে পাকিস্তান। ইনিংসের শুরুতেই পাকবাহিনীর টুটি চেপে ধরেন টাইগার বোলাররা। ৭৮ রানের মধ্যে তাদের ৩ উইকেট তুলে নেয় বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত হার ঠেকাতে লড়ছে পাকিস্তান। ২৯ ওভারে ৫ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৫৭ রান জমা করেছে তারা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist