খেলা ডেস্ক

  ২৮ মার্চ, ২০১৭

আপাতত সিরিজে চোখ মাশরাফির

ঐতিহাসিক শততম টেস্টে অবিস্মরণীয় জয়। সাদা পোশাকের দুর্দান্ত পারফরম্যান্স রঙিন পোশাকেও ধরে রেখেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। প্রথম ম্যাচে লঙ্কানদের ৯০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ওয়ানডে সিরিজ শুরু করেছে টাইগাররা। মাশরাফি বিন মর্তুজার দলের চোখ এখন সিরিজ জয়ের দিকে। তবে এখনই বাংলাওয়াশ কিংবা হোয়াইটওয়াশের কথা ভাবছেন না।

অবশ্য ‘বাংলাওয়াশ’ শব্দটা শুনতেও পছন্দ করেন না মাশরাফি। তবুও গত কয়েক সিরিজ ধরে প্রথম ম্যাচ জিতলেই তাকে শুনতে হচ্ছে, ৩-০ ব্যবধানের কথা। এতে প্রচ- আপত্তি আছে অধিনায়কের। প্রতিপক্ষ যেই হোক তাদের প্রতি সব সময়ই অগাধ শ্রদ্ধা দেখান মাশরাফি। সিরিজের প্রথম ম্যাচের আগে কখনও সিরিজ জেতার কথা বলেন না, তার কথা-বার্তায় ঘুরে ফিরে আসে ভালো শুরু। প্রথম ম্যাচ জিতলে, নজর দেন সিরিজের দিকে।

রনগিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজ শুরু হয়েছিল। আজ এখানেই শুরু হবে দ্বিতীয় ওয়ানডে। সেই ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ৩-০ ব্যবধানে জয়ের সম্ভাবনার প্রশ্ন উঠতেই বিরক্তি প্রকাশ অধিনায়কের, ‘সিরিজ জিতলে আমাদের জন্য ভালো ইম্প্যাক্ট হবে। এর আগেই আমি ৩-০ ব্যবধানে যেতে চাই না। একটা ম্যাচ জিতি আর খুব তাড়াতাড়ি শুনে ফেলি ৩-০, ৩-০। এটা খেলোয়াড়দের জন্য একটা বাড়তি চাপ। আমার মতে, এখান থেকে বাইরে থাকাই ভালো।’

বাংলাদেশের কথা বলে বাড়তি চাপ নেওয়ার ইচ্ছে নেই মাশরাফির, ‘ম্যাচ বাই ম্যাচ খেলা সবচেয়ে সুবিধাজনক। প্রথম ম্যাচ জিতেছি এখন দ্বিতীয় ম্যাচে মনোযোগ দেওয়া উচিত। সব সময় কথা হয়, ৩-০ বা ৫-০, অন্য দলও তো খেলতে আসে। তারা তাদের সেরা চেষ্টাও তো করবে।’

অবশ্য মুখে সরাসরি না বললেও ভেতরে ভেতরে ঠিকই লঙ্কানদের ধবলধোলাই করতে চান মাশরাফিরা। তবে সেটা পরের কথা, কার্যত আজ সিরিজ নিশ্চিত করাটাই টাইগারদের চ্যালেঞ্জ। প্রয়োজনে জয়ী দলের একাদশেও পরিবর্তন আনার ইঙ্গিত দিলেন মাশরাফি, ‘আমরা শেষ দুই বছরে উইনিং কম্বিনেশন নিয়ে কখনো ভাবিনি। প্রয়োজনে সব সময়ই কম্বিনেশন ভেঙে এসেছি। আগের ম্যাচের কম্বিনেশনই থাকবে কিনা তাই নিশ্চিত নই। কালকের উইকেট হয়ত এক নাও হতে পারে! আমরা সব সময় এটাই বিশ্বাস করে এসেছি।’

মাশরাফি প্রথম ম্যাচের ফর্মটা দ্বিতীয় ম্যাচেও ধরে রাখতে চান। সেলক্ষ্যে সতীর্থ ব্যাটসম্যানদের ইনিংস লম্বা করার পরামর্শ দিয়েছেন। নিজেদের উপর আত্মবিশ্বাস আছে মাশরাফির, ‘আমার পুরোপুরি বিশ্বাস আছে, আমরা আমাদের সেরাটা খেলব। আমরা যদি নিজেদের সেরাটা খেলতে পারি অবশ্যই সেরা সুযোগ থাকবে সিরিজ জেতার।’

তেতে থাকা শ্রীলঙ্কার যে মরিয়া প্রচেষ্টা থাকবে তাতে নিশ্চিত মাশরাফি। তবে অধিনায়ক সতীর্থদের এ নিয়ে না ভেবে আবারও মাঠে নিজেদের পরিকল্পনা বাস্তবায়নের দিকে মনোযোগ দিতে বলেছেন, আমি জানি, ওরা আপ্রাণ চেষ্টা করবে সিরিজে ফিরতে। ওরা ১-০ ব্যবধানে পিছিয়ে আছে। অবশ্যই চাইবে প্রথম থেকে আক্রমণাত্মক ক্রিকেট খেলতে, সেটা খেলার সামর্থ্যও আছে ওদের। আমাদের কাজ হবে পরিকল্পনাগুলো ঠিকঠাক মত মাঠে বাস্তবায়ন করা।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist