খেলা ডেস্ক

  ১৯ জানুয়ারি, ২০১৭

সেরাটা চান হাথুরুসিংহে

নিউজিল্যান্ড সফরে এখনো পর্যন্ত কোনো সাফল্য নেই বাংলাদেশ দলের। কয়েকবার তো কাছাকাছি গিয়েই হতাশ হয়ে ফিরতে হয়েছে সাকিব-তামিমদের। সর্বশেষ প্রথম টেস্টে তিন দিনের বেশি সময় নিয়ন্ত্রণ রেখেও হারের বেদনায় পুড়তে হয়েছে টাইগারদের। এবার সিরিজের শেষ সুযোগটির সামনে দাঁড়িয়ে মুশফিকবাহিনী। ক্রাইস্টচার্চে এই টেস্ট থেকে কোন সাফল্য না আসলে খালি হাতেই দেশে ফিরতে হবে বাংলাদেশকে।

ক্রাইস্টচার্চে আগামী কাল থেকে শুরু হতে যাওয়া এই টেস্টকে সামনে রেখে গতকাল সংবাদমাধ্যমের মুুখোমুখি হয়েছেন বাংলাদেশ দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে। কথা বলেছেন শেষ টেস্ট নিয়ে পরিকল্পনা ও প্রথম টেস্টের ব্যর্থতা নিয়ে। প্রথম টেস্টের শুরুতে ব্যাটসম্যানদের কাছ থেকে সর্বোচ্চটা আশা করেছিলেন কোচ। প্রথম ইনিংসে কোচের চাওয়ার সবটুকু পূরণ হলেও দ্বিতীয় ইনিংসে পুরোই হতাশ করেছেন সাকিব-তামিমরা। তার মতে, বোলাররা ভালো করলেও ব্যাটসম্যানদের কাছ থেকে সেরাটা পাননি তিনি। সেই সঙ্গে দলের ব্যাটসম্যানরা দ্বিতীয় ইনিংসে ভালো করলে ফল অন্য রকম হতে পারত বলেও জানিয়েছেন হাথুরুসিংহে।

ক্রাইস্টচার্চে শেষ টেস্টে ব্যাটসম্যান-বোলার সবার কাছে সেরাটা আশা করেন এই লঙ্কান কোচ। তিনি বলেন, ‘এ উইকেটে যে দল টস জিতবে তারা প্রথম বল হাতে নেবে। টসে জিতলে আমাদের বোলারদেরও তখন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।’

শুক্রবার ক্রাইস্টচার্চে তাপমাত্রা থাকবে ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে। এর সঙ্গে থাকবে বাতাসের দাপট। এসব বাংলাদেশ দলের খেলায় কোনো প্রভাব ফেলবে কি না জানতে চাইলে কোচ বলেন, ‘পরিবেশের তো একটা প্রভাব থাকবেই। কিন্তু এটি কোনো অজুহাত হতে পারে না। এখানকার দলগুলো অনেক গরম আবহাওয়ার মধ্যে উপমহাদেশে খেলতে যায়।’

সংবাদমাধ্যমের মুখোমুখি হওয়ার পর রুবেলকে নিয়েও কথা বলেছেন চন্ডিকা হাথুরুসিংহে। টাইগারদের কোচের কথা থেকে এটা বোঝা গেছে যে, এই টেস্টেও রুবেলের খেলার সম্ভাবনা সামান্যই! অবশ্য ক্রাইস্টচার্চে বাংলাদেশের তিন পেসার মোটামুটি ভালো পারফর্ম করাকে ঢাল হিসেবে নিচ্ছেন হাথুরুসিংহে। তবে তাদের পক্ষে যুক্তি হচ্ছে অভিজ্ঞতার অভাব থাকা। প্রথম টেস্টের তিন পেসারের দুজনই ছিলেন অভিষিক্ত। বাকি একজনের অভিজ্ঞতা ছিল দুই টেস্টেই। সেই ‘অভিজ্ঞ’ কামরুলই ছিলেন দলের সেরা বোলার। এ সময় কোচ আরো বলেন, ‘ব্যাক টু ব্যাক টেস্টে বোলারদের জন্য এটি একটি শারীরিক চ্যালেঞ্জ। যদি এদের পূর্বের ইতিহাস দেখা হয়, কেউই এক দিনে ১৮ ও পরের দিনে ১৫ ওভার বোলিং করেনি। এখানে শারীরিক চ্যালেঞ্জটা মানসিক চ্যালেঞ্জেও রূপান্তর হয়। তবে ভালো দিক হচ্ছে, এখানকার আবহাওয়া ফাস্ট বোলার উপযোগী।’

টেস্টজুড়েই বারবার প্রশ্ন উঠেছে, সবচেয়ে অভিজ্ঞ রুবেল কেন একাদশের বাইরে? টেস্ট চলার সময় বা শেষে সংবাদ সম্মেলনে মুখোমুখি হননি টাইগারদের অধিনায়ক বা কোচকে। রুবেলকে উপেক্ষার আনুষ্ঠানিক কারণও তাই জানা যায়নি। রুবেলকে না নেওয়ার পেছনে যুক্তির কথা জানতে চাইতেই একটু কঠিনভাবেই উত্তর দিলেন বাংলাদেশের কোচ, ‘আপনাকে কোনো যুক্তি দেওয়ার প্রয়োজন আমার নেই। দলের জন্য যা ভালো মনে করি, আমি সেটাই করি।’ চোখে-মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। কোচের কথার সারমর্ম হলো, দলের প্রয়োজনেই বাইরে রাখা হয়েছে রুবেলকে। তবে প্রশ্ন হচ্ছে দলের ভালোর জন্য যাকে একাদশে নেওয়া হয় না, টেস্টের বোলিংয়ে প্রস্তুত না হলে দলে রাখার যুক্তিও মেলে না। যদিও রুবেলের টেস্ট রেকর্ড অবশ্যই তাকে রাখার বিপক্ষে যুক্তি দিচ্ছে। কিন্তু সাম্প্রতিক পারফরম্যান্স কথা বলেছে রুবেলের পক্ষেই। তবে দলের প্রয়োজনেই হয়তো আরো এক ম্যাচের জন্য বাইরে থাকতে হতে পারে তাকে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist