ক্রীড়া ডেস্ক

  ৩০ মার্চ, ২০২৪

যুক্তরাষ্ট্রের হয়ে খেলবেন কোরি অ্যান্ডারসন

২০১৪ সালে পাকিস্তানের ব্যাটার শহীদ আফ্রিদির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভেঙেছিলেন নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার কোরি অ্যান্ডারসন। ১৮ বছর পর আফ্রিদির রেকর্ড নিজের করে নেওয়া অ্যান্ডারসন কিউইদের হয়ে সর্বশেষ ম্যাচ খেলেছিলেন ২০১৮ সালে। ৬ বছর পর আবারও মাঠে নামবেন এ তারকা, তবে নিউজিল্যান্ডের হয়ে নয় মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে কানাডার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি খেলতে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ১৫ সদস্যের দলে জায়গা করে নিয়েছেন নিউজিল্যান্ডের হয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড করা ৩৩ বর্ষী অ্যান্ডারসন। আগামী ৭ এপ্রিল থেকে সিরিজ শুরু হবে।

কিউদের হয়ে ২০১৮ সালে সর্বশেষ খেলা অ্যান্ডারসন মার্কিন যুক্তরাষ্ট্রে স্থানান্তরিত হওয়ার ঘোষণা দিয়েছিলেন আগে। মেজর লিগ ক্রিকেটে কথা জানিয়েছিলেন। গত বছর মাইনর লিগ ক্রিকেটে ২৮ ইনিংসে ১৪৬ স্ট্রাইকরেটে ৯০০ রান করেছিলেন।

অ্যান্ডারসন ছাড়াও এ দলে আছেন ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলা হারমিত সিং, কানাডার সাবেক অধিনায়ক নিতিশ কুমার, সাউথ আফ্রিকার ঘরোয়া লিগের তারকা অ্যান্ড্রিয়েস গাউস এবং শ্যাডলি ভ্যান শালকউইক।

২০২১ সাল থেকে মাইনর লিগ ক্রিকেটে সর্বাধিক রান সংগ্রাহক হওয়া সত্ত্বেও ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী অধিনায়ক উন্মুক্ত চাঁদ বাদ পড়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের স্কোয়াড: মনঙ্ক প্যাটেল (অধিনায়ক), অ্যারন জোনস, আন্দ্রেয়াস গাউস, কোরি অ্যান্ডারসন, গজানন্দ সিং, হারমিত সিং, জেসি সিং, মিলিন্দ কুমার, নিসর্গ প্যাটেল, নিতিশ কুমার, নশতুশ কেনজিগে, সৌরভ নেত্রাভালকার, শ্যাডলি ভ্যান শালকউইক, স্টিভেন টেলর, উসমান রফিক।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close