ক্রীড়া প্রতিবেদক

  ৩০ মার্চ, ২০২৪

‘লিটনকে তার মতো থাকতে দিন’

ফর্মহীনতায় ভুগছেন টাইগার ওপেনার লিটন দাস। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে দুই ম্যাচে ডাক মেরে বাদ পড়েছিলেন শেষটিতে। টেস্টে ফিরেও ব্যর্থ হয়েছেন লিটন। সিলেট টেস্টে প্রথম ইনিংসে ২৫ রান করলেও দ্বিতীয় ইনিংসে প্রথম বলেই উইকেট ছুঁড়ে আসেন। যে কারণে সমালোচনার মুখে পড়েছেন উইকেটরক্ষক এ ব্যাটার। তবে টাইগারদের সহকারী কোচ নিক পোথাস মনে করছেন, লিটন নিজের মতো খেলতে পারলেই এ সমস্যা থেকে বেরিয়ে আসবেন। চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে নামবে দুজন। সকাল ১০টায় গড়াবে লড়াই। তার আগের দিন সংবাদ সম্মেলনে এসেছিলেন পোথাস।

সেখানে লিটনকে নিয়ে আসা প্রশ্নে বলেছেন, ‘হ্যাঁ, আমাদের কথা হয়েছে। লিটন ভালো অবস্থায় আছে। ঝামেলাটা হচ্ছে লিটনের ওপর চাপটা বাইরে থেকে আসছে। আমার মনে হয় লিটনকে শুধু লিটনের মতো থাকতে দেওয়া উচিত। এরপর সে তার সেরাটা দেখিয়ে দেবে।’

‘যদি আমরা মিডিয়া ও সামাজিক যোগাযোগমাধ্যমে ওর পেছনে লেগে থাকি, তাহলে হবে না। আমরা ভুলে যাই এ ছেলেরা ক্রিকেট খেলে বা তাদের টিভিতে দেখায় বলে, যে ওরাও মানুষ। এজন্য যদি আমরা তাদের মানুষের মতোই দেখি, আর তাকে তার সেরাটা দেওয়ার সুযোগ দেই। আমি নিশ্চিত সে আপনাদের রেজাল্ট দেখিয়ে দেবে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close