ক্রীড়া প্রতিবেদক

  ০৮ মার্চ, ২০২৪

শান্ত চান আরো উন্নতি

পূর্ণাঙ্গ ম্যাচে বাংলাদেশের অধিনায়কত্ব পেলেও ব্যাটে রানখরায় অস্বস্তিতে ছিলেন নাজমুল হোসেন শান্ত। বিপিএলে চরম ব্যর্থতার পর শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতেও নিষ্প্রভ ছিলেন তিনি। দ্বিতীয় ম্যাচে ফিফটি করে দলকে জেতানোর পর এখন বেশ নির্ভার এ বাঁহাতি ব্যাটার। ম্যাচসেরা হয়ে জানান, ব্যাটিংয়ের ঘাটতি পূরণের জন্য একটা টেকনিক্যাল বিষয় নিয়ে কাজ করছিলেন তিনি। বিপিএলে টানা ১২ ম্যাচ খেলে মাত্র ১৪.৫৮ গড় আর স্রেফ ৯৩.৫৮ স্ট্রাইক রেটে ১৭৫ রান করেন শান্ত। একটাই ফিফটি আসেনি তার ব্যাটে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও ফিফটি পাননি ১১ ম্যাচ।

গত বুধবার শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়ে সিরিজে সমতায় ফেরে বাংলাদেশ। লঙ্কানদের ১৬৫ রান টপকাতে ৩৮ বলে অপরাজিত ৫৩ রান করেন শান্ত। জানালেন ঘাটতি নিয়ে কাজ করে নিজেকে ফিরে পাচ্ছেন তিনি, ‘হ্যাঁ, বিপিএলটা ভালো যায়নি। চেষ্টা করছি ব্যাটিংয়ে যে ঘাটতি ছিল, সেটা নিয়ে কাজ করার। আজ একটু ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। চেষ্টা করব সামনে এটা ধরে রাখার।’ ‘আমি ব্যাটিং নিয়ে কাজ করছিলাম। কী নিয়ে কাজ করছিলাম, তা বলতে চাই না টেকনিক্যাল বিষয়। কাজ করাতে যে আজকের ম্যাচে ফল এসেছে এমন কিছু না। অনেক দিন থেকেই একটা জিনিস ঠিক করার চেষ্টা করছি। আরো একটু ভালো করতে হবে।’

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১১ ম্যাচ পর ফিফটি পান শান্ত। পুরো বিপিএলে ফিফটি তো দূরে থাক, মারতে পারেননি একটি ছক্কাও। চরম রানখরা কাটার দিনে ফিফটি ও দুই ছক্কা এসেছে। তবে শান্ত মনে করেন, দলের চাহিদা পূরণ করতে পারাই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ, ‘১১ ম্যাচ পরে করলাম। ৫০ করাটা গুরুত্বপূর্ণ না, আমার কাছে মনে হয় দলের জন্য যে রানটা করেছি, তা কতটা ইফেক্টিভ। করতে পেরেছি খুবই ভালো লাগছে। ভালো লেগেছে যে খেলাটা শেষ করতে পেরেছি। চেষ্টা করব সামনে এটা ধরে রাখার।’ আপনাদের মাধ্যমেই জেনেছি (বিপিএলে একটাও ছক্কা না মারা)। নিজেও জানতাম না। অনেক সময় আসলে কখন ব্যাট করছি কত স্ট্রাইক রেটে ব্যাট করছি তা জরুরি। বিপিএলে আমি সংগ্রাম করেছি, স্ট্রাইক রেট ভালো ছিল না।’

শান্ত বিশ্বাস করেন, ঘরোয়ায় আরো একটু বেশি ম্যাচ খেলার সুযোগ পেলে আন্তর্জাতিক ক্রিকেট আরো ভালো করতে পারবেন রিশাদ। তিনি বলেন, ‘ওর জন্য কঠিন। তবে ও নিজেকে খুব ভালোভাবে প্রস্তুত করেছে। ওকে যে পরিকল্পনা দেওয়া হয়, সেটা ও পালন করার চেষ্টা করে। ঘরোয়া ক্রিকেটে ও যদি আরেকটু বেশি ম্যাচ খেলার সুযোগ পায়, তাহলে আন্তর্জাতিকে আরো ভালো করতে পারবে।’

শ্রীলঙ্কার বিপিেসরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতেই খেলেছেন রিশাদ। যেখানে প্রথম ম্যাচে শ্রীলঙ্কা ২০৬ রানের পুঁজি গড়লেও রিশাদ দিয়েছিলেন ৩২ রান। সেইসঙ্গে নিয়েছিলেন হাফসেঞ্চুরি করা কুশল মেন্ডিসের উইকেট। পরের ম্যাচে উইকেট না পেলেও ৩ ওভার দিয়েছেন মাত্র ২১ রান। ৩ ওভার বোলিং করেছেন এমন বোলারদের মাঝে তার চেয়ে কম ইকোনমি রেটে বোলিং করেছেন শুধু শরিফুল ইসলাম। তাই রিশাদের প্রশংসা করলেন বাংলাদেশের অধিনায়ক। শান্ত বলেন, ‘অবশ্যই উন্নতি তো হয়েছেই। ওর লেন্থটা খুব ভালো হয়েছে আগের থেকে। ধারাবাহিকভাবে একটা জায়গায় বল করতে পারে। ও যেভাবে বোলিং করছে এটা কন্টিনিউ করতে পারলে সামনে আরো ভালো করতে পারবে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close