ক্রীড়া ডেস্ক

  ০৩ মার্চ, ২০২৪

ওয়েলিংটন টেস্ট

চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা

ওয়েলিংটন টেস্টের দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়াকে বেশিদূর যেতে দেয়নি নিউজিল্যান্ড। ১৬৪ রানে সফরকারী দলকে গুটিয়ে দিয়েছে তারা। জয়ের জন্য ব্ল্যাক ক্যাপসদের করতে হবে ৩৬৯ রান। এমন সমীকরণে শুরুতেই বিপদে পড়েছিল নিউজিল্যান্ড। দলীয় ৫৯ রানের মধ্যেই ৩ উইকেট হারায় কিউইরা। একে একে সাজঘরে ফেরেন টম লাথাম, কেন উইলিয়ামসন ও উইল ইয়ং। এরপর প্রতিরোধ গড়েন রাচিন রবীন্দ্র ও ড্যারেল মিচেল। চতুর্থ উইকেটে ৫২ রানের অপরাজিত জুটি গড়ে তৃতীয় দিনের খেলা শেষ করেছেন এ দুইজন। ফিফটি তুলে নিয়েছেন রবীন্দ্র। ৫৬ রানে অপরাজিত আছেন তিনি। তার সঙ্গী মিচেল অপরাজিত আছেন ১২ রানে। জয়ের জন্য নিউজিল্যান্ডের দরকার আরো ২৫৮ রান। এমতাবস্থায় চতুর্থ দিনে ম্যাচের ফলাফল আসার সম্ভাবনা প্রবল। যেখানে দুই দলের সামনেই ম্যাচ জয়ের যথেষ্ট সুযোগ আছে। অর্থাৎ আগামীকালের রোমাঞ্চের অপেক্ষায় আছে ওয়েলিংটন টেস্ট।

এর আগে ক্যামেরুন গ্রিনের দুর্দান্ত শতকে প্রথম ইনিংসে ৩৮৩ রানে থামে অস্ট্রেলিয়া। ১৭৪ রানে অপরাজিত ছিলেন গ্রিন। ৪০ রান আসে মিচেল মার্শের ব্যাট থেকে। এছাড়া ৩৩ রান করেন উসমান খাজা। ৭০ রানের বিনিময়ে ৭ উইকেট নেন ম্যাট হেনরি। জবাব দিতে নেমে লাথান লায়নের বোলিং তোপে পড়ে ১৭৯ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। স্বাগতিকদের হয়ে সর্বোচ্চ ৭১ রান করেন গ্ল্যান ফিলিপস। হেনরির ব্যাট থেকে আসে ৪২ রান। টম ব্ল্যান্ডেল করেন ৩৩ রান। চার ব্যাটসম্যানকে ফেরান লায়ন। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়াকে গুটিয়ে দিতে বল হাতে সামনে থেকে নেতৃত্ব দেন ফিলিপস। ৪৫ রান খরচায় পাঁচ উইকেট নেন তিনি। হেনরি নেন তিন উইকেট।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close