ক্রীড়া ডেস্ক

  ১৩ জানুয়ারি, ২০২৪

ভারতের জয়ের নায়ক দুবে

রোহিত শর্মাকে দীর্ঘ একবছর পর টি-টোয়েন্টি জার্সি গায়ে দেখা গেল। তবে ফেরার ম্যাচে শূন্য রানে সাজঘরে ফেরেন রোহিত। তবে ভারতকে সহজ জয় এনে দিয়েছেন শিবম দুবে। মোহালির পঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। শুরুতে সাবধানী শুরু পায় সফরকারীরা। ওপেনিং জুটিতে ৫০ রান এলেও অক্ষর প্যাটেলের দারুণ বোলিংয়ে ৭ রানের ব্যবধানে ৩ উইকেট হারায় আফগানরা। সেখান থেকে মোহাম্মদ নবীর ৪২ ও আজমতউল্লাহ ওমরজাইয়ের ২৯ রানে ভর করে ১৫৮ রানের সংগ্রহ পায় আফগানিস্তান। ভারতের বোলারদের পক্ষে দুটি করে উইকেট শিকার করেন অক্ষর প্যাটেল ও মুকেশ কুমার। এছাড়া দুবে শিকার করেন ১ উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ভুল বোঝাবুঝিতে শূন্য রানে সাজঘরে ফেরেন রোহিত। এরপর তিলক বর্মার সঙ্গে দ্বিতীয় উইকেট জুটি জমে উঠতে না উঠতেই ব্যক্তিগত ২৩ রানে বিদায় নেন শুভমান গিল। ২৮ রানে ২ উইকেট হারায় ভারত।

শুরুর চাপ কাটিয়ে তোলার দায়িত্ব নেন শিবম দুবে ও বর্মা। একপ্রান্ত আগলে রেখে বর্মা সাবধানে খেললেও আগ্রাসী ব্যাটিং উপহার দেন দুবে। ম্যাচে বর্মা ২৬ রানে সাজঘরে ফিরলেও জিতেশ শর্মা ও রিংকু সিংদের নিয়ে ১৭.৩ ওভারেই ভারতকে জয়ের উল্লাসে মাতান দুবে। ম্যাচে ৪০ বলে ৬০ রানে অপরাজিত থাকেন দুবে। এছাড়া জিতেশ ৩১ ও রিংকু খেলেন ১৬ রানের ইনিংস। এ জয়ের ফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ভারত। আগামীকাল রবিবার সিরিজের দ্বিতীয় ম্যাচ হবে ইন্দোরে।

সংক্ষিপ্ত স্কোর

আফগানিস্তান : ২০ ওভারে ১৫৮/৫ (গুরবাজ ২৩, ইব্রাহিম ২৫, ওমারজাই ২৯, রেহমাত ৩, নাবি ৪২, নাজিবউল্লাহ ১৯*, জানাত ৯*; আর্শদিপ ২৮/০, মুকেশ ৩৩/২, আকসার ২৩/২, ওয়াশিংটন ২৭/০, দুবে ৯/১, বিষ্ণই ৩৫/০)

ভারত : ১৭.৩ ওভারে ১৫৯/৪ (রোহিত ০, গিল ২৩, তিলাক ২৬, দুবে ৬০*, জিতেশ ৩১, রিংকু ১৬*; ফারুকি ২৬/০, মুজিব ২১/২, নাবি ২৪/০, নাভিন ৪৩/০, ওমারজাই ৩৩/১, নাইব ১২/০)

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close