ক্রীড়া প্রতিবেদক

  ২৬ জানুয়ারি, ২০২৩

বিপিএল মাতাতে শুরু হচ্ছে সিলেট পর্ব

২০০ টাকায় দেখা যাবে দুই ম্যাচ

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের নবম আসরে সিলেট ভেন্যুর খেলা শুরু হবে আগামীকাল (২৭ জানুয়ারি)। এ পর্বের খেলায় অংশ নিতে এরই মধ্যে সিলেটে পৌঁছেছে টিম সিলেট স্ট্রাইকার্স। বুধবার দুপুরে বিমানের ফ্লাইটে ঢাকা থেকে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন মাশরাফি বিন মর্তুজা-মোহাম্মদ আমিররা। এদিকে ঢাকা ও চট্টগ্রামে অর্ধেক আসর শেষের পর শুক্রবার থেকে শুরু হচ্ছে বিপিএলের সিলেট পর্বের খেলা। চার দিনে সিলেটে খেলা হবে ৮টি? সিলেট পর্বের খেলা দেখা যাবে সর্বনিম্ন ২০০ টাকা থেকে সর্বোচ্চ ১৫০০ টাকায়।

চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসর মোট তিনটি আলাদা ভেন্যুতে আয়োজনের পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর মধ্যে ঢাকা এবং চট্টগ্রাম পর্বে এরই মধ্যে বিপিএলের খেলা অনুষ্ঠিত হয়েছে। এখন কেবল বাকি সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। এদিকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নগরীর বিভিন্ন এলাকায় সিলেট স্ট্রাইকার্স টিম বাস নিয়ে এক শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। শোভাযাত্রাটির আয়োজক হিসেবে রয়েছে সিলেট স্ট্রাইকার্সের পার্টনার অরগানাইজেশান, সামাজিক প্ল্যাটফর্ম সেভ সিলেট পরিবার।

বিমানবন্দর থেকে শোভাযাত্রার শুরু হয়ে আম্বরখানা শাহী ঈদগাহ ঘুরে যাবে কুমারপাড়া। সেখান থেকে নয়াসড়ক চৌহাট্টা দিয়ে এগোবে শোভাযাত্রা। এরপর রিকাবীবাজার হয়ে মিরের ময়দান দিয়ে এগিয়ে সুবিদবাজার পৌঁছাবে শোভাযাত্রাটি। সুবিদবাজার ঘুরে আম্বরখানা হয়ে শোভাযাত্রা শেষ হবে সিলেট গ্রান্ড রিসোর্ট হোটেলে। ২০১৭ সালের বিপিএলেও সিলেট সিক্সার্সকে নিয়ে শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। এবার দুর্দান্ত ফর্মে সিলেট। সাত ম্যাচ খেলে ছয়টি জিতে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে তারা। ঘরের মাঠে রংপুর রাইডার্স, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও খুলনা টাইগার্সের সঙ্গে তিনটি ম্যাচ খেলবে তারা ২৭, ২৮ ও ৩০ জানুয়ারি। এরপর লিগ পর্বের শেষ দুটি ম্যাচ খেলবে ঢাকায়।

এদিকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্র?্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম রাখা হয়েছে ১৫০০ টাকা। ক্লাব হাউজ ৫০০। পূর্ব গ্যালারিতে ৩০০ টাকা। পশ্চিম গ্যালারি ও সবুজ গ্যালারিতে ২০০ টাকায় দেখা যাবে বিপিএলের দুই ম্যাচ। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের প্রধান ফটক ও রিকাভীবাজারের সিলেট জেলা স্টেডিয়াম থেকে সংগ্রহ করা যাবে ম্যাচের টিকিট। খেলার আগের দিন এবং খেলার দিন সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত এসব কাউন্টার থেকে দর্শকরা টিকিট সংগ্রহ করতে পারবেন। ২৭ জানুয়ারি সিলেট পর্বের প্রথম ম্যাচে স্বাগতিক সিলেট স্ট্রাইকার্স খেলবে রংপুর রাইডার্সের বিপক্ষে। সন্ধ্যা ৭টায় ফরচুন বরিশালের বিপক্ষে নামবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। পর দিন দুপুর দেড়টায় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রতিপক্ষ খুলনা টাইগার্স। সন্ধ্যা সাড়ে ৬টায় সিলেট স্টাইকার্স খেলবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে। ২৯ তারিখ রাখা হয়েছে বিরতি। ৩০ তারিখের দুপুর দেড়টায় রংপুর রাইডার্স মুখোমুখি হবে ঢাকা ডমিনেটর্সের। সন্ধ্যা সাড়ে ৬টায় স্টাইকার্সের প্রতিপক্ষ টাইগার্স। ৩১ জানুয়ারি সিলেট পর্বের শেষ দিন দুপুরে ঢাকা ডমিনেটর্সের প্রতিপক্ষ সাকিব আল হাসানের বরিশাল। সন্ধ্যায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স খেলবে খুলনা টাইগার্সের বিপক্ষে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close