ক্রীড়া প্রতিবেদক

  ২২ জানুয়ারি, ২০২৩

আবাহনীর সঙ্গে ব্যবধান বাড়াল কিংস

ঢাকা আবাহনী গতকাল শেখ রাসেলের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে। বসুন্ধরা কিংস চট্টগ্রাম আবাহনীকে ৩-০ গোলে হারিয়ে ঢাকা আবাহনীর সঙ্গে পয়েন্টের ব্যবধান ৬ করেছে। লিগের ছয় ম্যাচের ৬টিতে জিতে কিংসের পয়েন্ট ১৮। শিরোপাপ্রত্যাশী আবাহনী সমান ম্যাচে ১২ পয়েন্ট।

মুন্সীগঞ্জে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে ম্যাচের ৪ মিনিটেই লিড নেয় কিংস। ফরোয়ার্ড রাকিব হোসেন দুর্দান্ত গোল করেন। ডান প্রান্তে এক ডিফেন্ডারকে পেছনে ফেলে বক্সের ওপর থেকে দুর্দান্ত শট আড়াআড়ি শট নেন। চট্টগ্রাম আবাহনীর গোলরক্ষক তাকিয়ে দেখা ছাড়া কিছু করার ছিল না। ৭ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন কিংসের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ডোরিয়েল্টন। প্রথমার্ধে ২-০ গোলের লিড নিয়ে ড্রেসিংরুমে যায় অস্কার ব্রজন। বিরতির পরও কিংস গোলের জন্য মরিয়া হয়ে খেলে। ৭১ মিনিটে কিংসের হয়ে তৃতীয় গোলটি করেন ইয়াসিন আরাফাত। আর কোনো গোল না হওয়ায় ৩-০ স্কোরলাইন নিয়ে ম্যাচ শেষ হয়। চট্টগ্রাম আবাহনী কোচ সাইফুল বারী টিটুর পাঁচ ম্যাচে এটি তৃতীয় হার। দিনের আরেক ম্যাচে মুক্তিযোদ্ধা সংসদ ১-১ গোলে ফর্টিজ এফসির সঙ্গে ড্র করে। ৩৮ মিনিটে তাজউদ্দিন মুক্তিযোদ্ধাকে লিড এনে দেন। ৬৪ মিনিটে ফর্টিজের দানিলো ম্যাচে সমতা আনেন। পাচ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ফর্টিজ সপ্তম স্থানে এবং ৬ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে মুক্তিযোদ্ধা টেবিলের নবমে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close