ক্রীড়া ডেস্ক

  ১৯ সেপ্টেম্বর, ২০২২

১৩ মিনিটে হ্যাটট্রিক করে সনের ইতিহাস

প্রিমিয়ার লিগের গত মৌসুমে ফর্মের তুঙ্গে ছিলেন সন হিউন মিন। লিভারপুলের তারকা ফরোয়ার্ড মোহাম্মদ সালাহর সঙ্গে জিতেছিলেন যৌথভাবে শীর্ষ গোলদাতার পুরস্কার। তবে চলমান মৌসুমের শুরু থেকেই নিজেকে হারিয়ে খুঁজছিলেন দক্ষিণ কোরিয়ান ফরোয়ার্ড। অবশেষে দারুণ এক হ্যাটট্রিক গড়ে ইতিহাসের পাতায় জায়গা করে নিলেন সন।

লিগে নিজেদের সপ্তম ম্যাচে টটেনহাম হটস্পারের প্রতিপক্ষ ছিল লিস্টার সিটি। এতে ৬-২ গোলে রীতিমতো উড়ে গেছে লিস্টার। আগের ছয় ম্যাচে একবারের জন্যও জালের দেখা পাননি সন। এছাড়া ক্লাব পর্যায়ে ইউরোপ সেরা হওয়ার আসর উয়েফা চ্যাম্পিয়নস লিগে মার্সেই এবং স্পোর্টিং সিপির বিপক্ষেও ছিলেন নিজের ছায়া হয়ে। এজন্য লিস্টার সিটির বিপক্ষে শুরুর একাদশে ৩০ বছর বয়সি তারকাকে রাখেননি স্পার্সদের হেড কোচ অ্যান্তনিও কন্তে। ম্যাচের ৫৯ মিনিটে ব্রাজিলিয়ান তরুণ রিচার্লিশনকে উঠিয়ে সনকে মাঠে নামান কন্তে।

সুযোগ পেয়ে বাকি সময়ের পুরো আলোটা কেড়ে নেন সন। ১৩ মিনিটের ব্যবধানে করেন দুর্দান্ত এক হ্যাটট্রিক। ৭৩ মিনিটে প্রথমবারের মতো লক্ষ্যভেদ করেন এই ফরোয়ার্ড। সেইসঙ্গে টানা ৮ ম্যাচ পর বের হন গোলখরা থেকে। ৮৪ এবং ৮৬ মিনিটেও কাঙ্ক্ষিত ঠিকানায় বল পাঠান। তাতেই টটেনহাম হটস্পারের ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে বদলি নেমে হ্যাটট্রিকের রেকর্ড গড়লেন সন।

সনের ইতিহাস গড়ার দিনে ঘুরে দাঁড়িয়ে বড় জয় তুলে নিয়েছে টটেনহাম হটস্পার। টটেনহাম হটস্পার স্টেডিয়ামে ম্যাচের ষষ্ঠ মিনিটে ইউরি টিলেমানসের গোলে পিছিয়ে পড়ে স্বাগতিকরা। দুই মিনিট পর জায়ান্টদের সমতায় ফেরান ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন। ২১ মিনিটে এরিক ডিয়েরের কল্যাণে লিড নেয় কন্তের শিষ্যরা। বিরতিতে যাওয়ার খানিক আগে জেমস ম্যাডিসন জালে বল জড়ালে ম্যাচে ফেরে সফরকারীরা। দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে আবারও স্পার্সদের এগিয়ে নেন রদ্রিগো বেন্তানকুর।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close