ক্রীড়া ডেস্ক

  ০৬ জুলাই, ২০২০

কক্ষপথে ফিরল চেলসি

ইংলিশ প্রিমিয়ার লিগে পরশু রাতে জয়ের দেখা পেয়েছে লন্ডনের দুই জায়ান্ট ক্লাব চেলসি ও আর্সেনাল। শেষ চারের দৌড়ে থাকা চেলসি অবনমনের ঝুঁকিতে থাকা ওয়াটফোর্ডকে কোনো সুযোগ না দিয়েই ৩-০ গোলের জয় তুলে নিয়েছে। আর উলভারহাম্পনে অতিথির বেশে গিয়ে ২-০ গোলের জয় নিয়ে ফিরেছে আর্সেনাল।

শেষ ম্যাচে ওয়েস্টহামের সঙ্গে হেরে গিয়ে চাপে পড়েছিল চেলসি। এর আগে অবশ্য টানা ৪ ম্যাচ জিতেছিল তারা। তবে সেই ম্যাচের হারে মৌসুমের শেষ দিকে আবার বাজে ফর্মের গ্যাঁড়াকলে পড়ে যায় কিনা ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের দল, সেটি নিয়ে একটু ভয়েই ছিলেন সমর্থকরা। তবে সব শঙ্কার কালো মেঘ সরিয়ে দিয়ে স্ট্যামফোর্ড ব্রিজে ওয়াটফোর্ডকে একরকম শাসনই করেছে চেলসি। দারুণ এ জয়ে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে সরাসরি নাম লেখানোর পথে আরেক ধাপ এগিয়ে গেল ব্লুজরা।

পরশু ফ্রেঞ্চ ফরওয়ার্ড অলিভিয়ের জিরুর বাঁ পায়ের দুর্দান্ত ফিনিশে গোলের খাতা খোলে চেলসি। এরপর বক্সের ভেতর ক্রিস্টিয়ান পুলিসিচ ফাউলের শিকার হন। সেখান থেকে পাওয়া পেনাল্টিতে টপ কর্নার কাঁপিয়ে ব্যবধান বাড়ান ব্রাজিলিয়ান তারকা উইলিয়ান। আর ম্যাচের যোগ করা সময়ে রস বার্কলির ডান পায়ের অপ্রতিরোধ্য শটে জয় নিশ্চিত হয় ল্যাম্পার্ডের দলের। ৫৭ পয়েন্ট নিয়ে এখন টেবিলের চতুর্থ স্থানে রয়েছে চেলসি।

চেলসি সহজে উতড়ে গেলেও নগর প্রতিদ্বন্দ্বী আর্সেনালকে কঠিন পরীক্ষা দিতে হয়েছে। উলভদের ডেরা মোলিনি স্টেডিয়াম থেকে পূর্ণ পয়েন্ট নিয়ে ফেরা তো আর চাট্টিখানি কথা নয়। শেষ জানুয়ারিতে চ্যাম্পিয়ন লিভারপুল উলভসের মাঠে গিয়ে ২-১ গোলের জয় পেয়েছিল। তবে মিকেল আর্তেতার আর্সেনাল সেই ‘প্রায় অসম্ভব’ কাজটিই করে দেখাল। বল দখলের লড়াই এমনকি মোট শটের দিক দিয়েও উলভসে চেয়ে ম্যাচে পিছিয়ে ছিল গানাররা। তবে জাল খুঁজে নেওয়ার কাজটি বেশ ভালোভাবেই করেছে তারা। আর সেই সুবাদেই উলভসের মাঠে থেকে ২-০ গোলের জয়ের সঙ্গে পয়েন্ট টেবিলেও এক ধাপ এগিয়ে গেছে তারা। ৪৯ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম স্থানে রয়েছে এখন আর্সেনাল। তাতে ইউরোপা লিগের সম্ভাবনা উজ্জ্বল হয়েছে আরো। টিকে আছে চ্যাম্পিয়ন লিগের আশাও।

দুই অর্ধে বুকায়ো সাকা এবং অ্যালেক্সান্ডার লাকাজেতের গোলে জয় নিশ্চিত হয়েছে আর্সেনালের। প্রথমার্ধের শেষ দিকে গোলের ১০ গজ দূর থেকে সাকার দারুণ ভলিতে ম্যাচে এগিয়ে যায় আর্সেনাল। আর ম্যাচের ৮৬ মিনিটে লাকাজেতের বুদ্ধিদীপ্ত ফিনিশে ৩ পয়েন্ট নিশ্চিত হয় গানারদের।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close