ক্রীড়া ডেস্ক

  ০৫ এপ্রিল, ২০২০

২০২৩ পর্যন্ত বায়ার্নে ফ্লিক

মৌসুমের শুরুর দিকে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর স্থায়ী হয়েছিলেন মৌসুমের বাকি সময়ের জন্য। দিশাহারা দলকে কক্ষপথে ফেরানোয় মিলল পুরস্কার। এবার লম্বা সময়ের জন্য বায়ার্ন মিউনিখের দায়িত্ব পেলেন কোচ হ্যান্স ফ্লিক।

৫৫ বছর বয়সি ফ্লিকের সঙ্গে ২০২৩ সাল পর্যন্ত চুক্তি মেয়াদ বাড়ানোর বিষয়টি পরশু রাতে নিশ্চিত করেছেন ক্লাব সভাপতি কার্ল-হেইন্স রুমেনিগে, ‘হ্যান্স ফ্লিকের কাজে বায়ার্ন খুবই সন্তুষ্ট। তার অধীনে দলের খুব ভালো উন্নতি হয়েছে, আকর্ষণীয় ফুটবল খেলে যার প্রতিফলন এসেছে ম্যাচের ফলাফলে। আমরাই একমাত্র দল হিসেবে এখনো তিন প্রতিযোগিতাতে টিকে আছি।’

জার্মান বুন্দেসলিগায় দ্বিতীয় স্থানে থাকা বরুশিয়া ডর্টমুন্ডের চেয়ে ৪ পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে আছে বায়ার্ন। জার্মান কাপে ওঠেছে সেমিফাইনালে। ওদিকে চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর প্রথম লেগে চেলসিকে তাদেরই মাঠে ৩-০ গোলে হারিয়ে জার্মান জায়ান্টরা রয়েছে সুবিধাজনক অবস্থানে। করোনাভাইরাসের কারণে স্থগিত রয়েছে ফিরতি পর্বের খেলা।

গত বছরের নভেম্বরের শুরুর দিকে দলের বাজে পারফরম্যান্সের দায়ে নিকো কোভাচ চাকরি হারালে তার স্থলাভিষিক্ত হন ফ্লিক। বায়ার্নেরই সাবেক এই ফুটবলার জার্মান জাতীয় দলের কোচ ইওয়াখিম ল্যোর সহকারী ছিলেন ২০০৬ থেকে ২০১৪ পর্যন্ত। এরপর ছিলেন জাতীয় ফেডারেশনের ক্রীড়া পরিচালক। এবার প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়ে অর্জন করলেন দলের আস্থা। মৃদুভাষী ফ্লিক লম্বা সময়ের জন্য দায়িত্ব পেয়ে খুশি, ‘আমি আমার কোচিং টিম ও ফুটবলারদের সঙ্গে কাজটি চালিয়ে যেতে পেরে আনন্দিত। আমার বিশ্বাস, একসঙ্গে আমরা অনেক কিছু জিততে পারি।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close