ক্রীড়া ডেস্ক

  ০৭ ডিসেম্বর, ২০১৯

প্রথম টি-টোয়েন্টি

হায়দরাবাদে ক্যারিবীয় ঝড়

আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে ইতোমধ্যে মহড়া শুরু করে দিয়েছে ভারত। বাংলাদেশের পর এবার ঘরের মাঠে বিরাট কোহলিদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডজ। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে কাল টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছিলেন কোহলি। গতকাল সন্ধ্যায় হায়দরাবাদের রাজিব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ক্যারিবীয়দের প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান তিনি। তবে তার সে সিদ্ধান্তকে ভুল প্রমাণ করেছেন অতিথি ব্যাটসম্যানরা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৪ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৩ উইকেটে ১৪১ রান। টি-টোয়েন্টির রাজাদের ওভারপ্রতি রানরেট ১০-এরও ওপরে! কাল দ্বিতীয় ওভারেই লেন্ডল সিমন্স (২) ফিরলেও এভিন লুইস যেন ভিন্ন পরিকল্পনা নিয়েই নেমেছিলেন। পাওয়ার প্লেতে ভারতীয় বোলারদের ওপর তা-বলীলা চালিয়েছেন তিনি। ব্যাটকে তলোয়ার বানিয়ে ১৭ বলে তুলেছেন ৪০ রান, সৌজন্যে ৩টি চার ও ৪টি ছক্কা।

ষষ্ঠ ওভারে লুইস ঝড় থামলেও রানের গতি সচল রাখেন ব্রান্ডন কিং, শিমরন হেটমায়ার, কাইরন পোলার্ডরা। একাদশ ওভারে কিং (৩১) বোকা সাজেন রবিন্দ্র জাদেজার বলে। এরপর হাল ধরেন মারকুটে হেটমায়ার (৪২*) ও দলপতি পোলার্ড (২০*)। এ ম্যাচ দিয়ে চার মাস পর টিম ইন্ডিয়ার দলে ফিরেছেন ভুবনেশ্বর কুমার। চোটের কারণে দীর্ঘদিন দলের বাইরে ছিলেন উত্তরপ্রদেশের এই ডানহাতি পেসার। ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজ থেকে ট্রায়াল হিসেবে ফ্রন্ট ফুট নো বলের সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব অর্পিত হয়েছে থার্ড আম্পায়ারের ওপর।

ভারত একাদশ : রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, রিষভ প্যান্ট, শিভম দুবে, রবিন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, দীপক চাহার, ভুবেনশ্বর কুমার ও যুজবেন্দ্র চাহাল।

উইন্ডিজ একাদশ : এভিন লুইস, লেন্ডল সিমন্স, ব্র্যান্ডন কিং, শিমরন হেটমায়ার, কাইরন পোলার্ড, দিনেশ রামদান, জেসন হোল্ডার, খ্যারি পিয়ের, কেসরিক উইলিয়ামস, শেলডন কোটরেল ও হেইডেন ওয়ালস।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close