ক্রীড়া ডেস্ক

  ২৫ আগস্ট, ২০১৯

ম্যাথুস-থিসারা বাদ

ফের নেতৃত্বে মালিঙ্গা

নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের দল থেকে হাই-প্রোফাইল দুই তারকা অ্যাঞ্জেলো ম্যাথুস ও থিসারা পেরেরাকে বাদ দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। এই দুজনের সঙ্গে স্কোয়াডে জায়গা হারিয়েছেন পেসার সুরাঙ্গা লাকমাল এবং ধনঞ্জয়া ডি সিলভাও।

তাদের বাইরে রেখে লঙ্কান বোর্ড বরং অধিকতর তরুণ স্কোয়াড ঘোষণা করেছে। ঘোষিত ১৫ সদস্যের স্কোয়াডে মাত্র দুজন খেলোয়াড় রয়েছেন; যাদের বয়স ৩০ বা তার চেয়ে বেশি। ৩০-এর ঘরে আছেন কেবল অধিনায়ক লাসিথ মালিঙ্গা ও ইসুরু উদানা। বিশ্বকাপ ও ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে দলে ছিলেন না নিরোশান ডিকেভেল্লা। তবে কিউইদের বিপক্ষে তাকে সহ-অধিনায়ক করে দলে ফিরিয়েছে এসএলসি।

সম্প্রতি ইনিংসের শুরুতে বেশ ধীরগতির দেখাচ্ছে ম্যাথুসকে। যার জেরে ম্যাথুসকে শর্টার ফরম্যাটে দলের বাইরে রাখছেন নির্বাচকরা। অন্যদিকে, ২০১৮-তে একটি দুর্দান্ত বছর কাটালেও বিশ্বকাপে খারাপ পারফরম্যান্সের পর থেকে থিসারা ফর্ম হারিয়েছেন বলে মনে করা হচ্ছে।

লঙ্কান স্কোয়াডে অন্তত পাঁচজন পেসার রয়েছেন, যাদের অবশ্যই নেতৃত্ব দেবেন দলীয় অধিনায়ক মালিঙ্গা। দলনায়কে পেস আগুনে সঙ্গ দেবেন কাসুন রাজিথা, লাহিরু কুমারা, উদানা এবং নতুন করে দলে ডাক পাওয়া লাহিরু মাদুশাঙ্কা। বোলিং অ্যাকশন নিয়ে এক বছরের নিষেধাজ্ঞা আওতায় থাকা সত্ত্বেও আকিলা ধনঞ্জজয়াকে দলে রাখা হয়েছে। স্পিনে তাকে সঙ্গ দেবেন বাঁহাতি স্পিনার লাকশন সান্দাকান এবং লেগ-স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা ১ সেপ্টেম্বর থেকে শুরু হবে দুদলের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সবগুলো ম্যাচই হবে পালেকেল্লেতে।

১৫ সদস্যের শ্রীলঙ্কা স্কোয়াড

লাসিথ মালিঙ্গা (অধিনায়ক) নিরোশান ডিকেভেল্লা (সহ-অধিনায়ক), আবিস্কা ফার্নান্ডো, কুশাল পেরেরা, ধানুশ গুনাথিলাকা, কুশাল মেন্ডিস, শেহান জয়সুরিয়া, ধানুশ সানাকা, লাকশন সান্দাকান, ওয়ানিন্দু হাসারাঙ্গা, আকিলা ধনঞ্জয়া, ইসুরু উদানা, কাসুন রাজিথা, লাহিরু কুমারা এবং লাহিরু মাদুশাঙ্কা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close