ক্রীড়া ডেস্ক

  ২৫ জুন, ২০১৯

লিটনের আউট নিয়ে ক্ষোভ

বাংলাদেশ ওপেনার লিটন দাসের আউট নিয়ে শুরু হয়েছে বিতর্ক। ক্ষোভে ফুঁসছেন টাইগার ভক্তরা। কাল আফগানিস্তানের বিপক্ষে ৪.২ ওভারে স্পিনার মুজিবের বলে কাভারে ক্যাচ দেন লিটন। সেই ক্যাচ নিয়েই যত বিতর্ক।

হাসমতউল্লাহ শাহিদী ঝাঁপিয়ে পড়ে ক্যাচটা লুফে নেন। কিন্তু মাঠের আম্পায়ার মাইকেল গফ ও রিচার্ড কেটেলবরা সেই ক্যাচ নিয়ে দ্বিধায় পড়েন। ফলে তৃতীয় আম্পায়ার আলিম দারের সাহায্য চান তারা। আলিম দীর্ঘ সময় ধরে রিপ্লে দেখার পর আউট দিয়ে দেন লিটনকে।

অথচ টিভি রিপ্লেতে লিটনের ক্যাচ দেখে মনে হয়েছে, বল তালুবন্দির আগে মাটি স্পর্শ করেছে। বাংলাদেশের সমর্থকরাও লিটনের আউটের সিদ্ধান্ত মেনে নিতে পারেননি। তারা মনে করেন, আম্পায়ারের সিদ্ধান্ত সঠিক নয়। বল মাটি ছোঁয়ার পরই শাহিদীর হাতে এসেছে।

সেমিফাইনালে ওঠার লড়াইয়ে আফগানিস্তানের বিপক্ষে কালকের ম্যাচটা মহাগুরুত্বপূর্ণ বাংলাদেশের কাছে। আফগানদের অবশ্য হারানোর কিছু নেই। তারা আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close