ক্রীড়া ডেস্ক

  ১৭ জুন, ২০১৯

‘তিন ম্যাচ দিয়ে মাশরাফিকে মূল্যায়ন করা যাবে না’

টাইগার ক্রিকেটকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। দলটাকে এক সুতোয় গাঁথায় বাংলাদেশ ক্রিকেটের প্রাণভোমরা বলা হয় তাকে। ওয়ানডে অধিনায়কের অসাধারণ নেতৃত্বে বহু স্মরণীয় জয় পেয়েছে বাংলাদেশ। বড় বড় দলকে হারিয়ে বিশ্বকে চমকে দিয়েছে ম্যাশ বাহিনী।

নড়াইল এক্সপ্রেস শুধু নেতৃত্বগুণ দিয়েই দলে টিকে আছেন বিষয়টি সে রকম নয়। তার ব্যক্তিগত পারফরম্যান্সও অসাধারণ। প্রতিপক্ষ ব্যাটসম্যানদের চাপে ফেলতে মাশরাফি এখনো কার্যকর ভূমিকা পালন করেন। ম্যাচে বোলাররা যখন মার খেতে থাকেন, তখনই বল হাতে তুলে নেন মাশরাফি। দলের দুঃসময়ে এভাবে এগিয়ে এসে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার বহু নজির রয়েছে নড়াইল এক্সপ্রেসের।

সেই মাশরাফির সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে দেশ ও দেশের বাইরে সমালোচনা শুরু হয়ে গেছে। ২০১৪ দলে ভীষণ দুঃসময়ে অধিনায়কের দায়িত্ব নিয়ে তিনি বদলে দিয়েছেন জাতীয় দলকে। বাংলাদেশ গত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল, চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল আর এশিয়া কাপের ফাইনাল খেলেছে মাশরাফির নেতৃত্বে। পাশাপাশি ভারত-পাকিস্তান-দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয় তো আছেই।

চলতি বিশ্বকাপেও নিজেদের প্রথম ম্যাচে মাশরাফির নেতৃত্বেই দক্ষিণ আফ্রিকাকে হারায় বাংলাদেশ। শুধু অধিনায়কত্ব নয়, বল হাতেও বাংলাদেশের অনেক জয়ের নায়ক তিনি। অথচ সেই নায়কই সমালোচনায় বিদ্ধ।

তবে এই দুঃসময়ে মাশরাফির পাশে দাঁড়িয়েছেন তার সতীর্থরা। শুক্রবার বাংলাদেশের পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ একহাত নিয়েছেন মাশরাফির সমালোচকদের। এবার সংবাদ সম্মেলনে ক্ষোভ প্রকাশ করলেন ড্যাশিং ওপেনার তামিম ইকবালও।

বিশ্বকাপ শুরুর পর থেকে তামিমেরও সমালোচনাও হচ্ছে। তবে দেশ সেরা ব্যাটসম্যান নিজেকে নিয়ে নয়, প্রিয় অধিনায়ককে নিয়ে বেশি চিন্তিত। সাংবাদিকদের তামিম বলেন, ‘আমার কথা বাদ দিন, মাশরাফি ভাইয়ের কথা বলি। যারা মাশরাফি ভাইকে নিয়ে লিখছেন, তাদের একটু চিন্তা করা উচিত যে তারা কার সম্পর্কে লিখছেন। গত ১৫ থেকে ১৬ বছরে বাংলাদেশের ক্রিকেটে তার কতটা অবদান। অনেকেই বলছেন মাশরাফি ভাই নাকি আনফিট। ১০ থেকে ১৫ বছর আগে এ কথা বলা উচিত ছিল তাদের। কারণ এ অবস্থা নিয়েই ১০ বছর ধরে খেলছেন তিনি।’

তামিম মনে করেন, বিশ্বকাপের তিনটি ম্যাচ দেখে মাশরাফিকে মূল্যায়ন করার কোনো মানেই হয় না, ‘এই বিশ্বকাপে হয়তো তার পারফরম্যান্স প্রত্যাশিত হচ্ছে না, আর অনেকেই এটিকে বড় করে দেখছেন। কিন্তু এমন একটি মানুষকে নিয়ে কথা হচ্ছে, যার হাত ধরে আমরা এ পর্যন্ত এসেছি। এটি খুবই দুর্ভাগ্যজনক।’ তিনি বলেন, ‘মাশরাফি ভাই বাংলাদেশের ক্রিকেট আর ক্রিকেটারদের জন্য যা করেছেন, তাতে তাকে নিয়ে বিরূপ আলোচনা করা খুবই অন্যায়। তিনি যা পেয়েছেন, তার চেয়ে অনেক বেশি তার প্রাপ্য।’

তামিম মাশরাফির সমালোচক ভারতের সাবেক ক্রিকেটার অজিত আগরকারকেও একহাত নিয়েছেন। বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচের পর অজিত আগরকার বলেছিলেন মাশরাফিকে এখন একাদশের বাইরে রাখা উচিত। তার এ মন্তব্যে দেশের ক্রিকেটভক্তের মতো ভীষণ ক্ষুব্ধ হয়েছেন তামিমও। বলেছেন, ‘বিদেশের সাবেক ক্রিকেটাররা মাশরাফি ভাইকে নিয়ে মন্তব্য করছেন। আমার প্রশ্ন, তারা জীবনে কী করেছেন যে একজন রানিং খেলোয়াড় সম্পর্কে এভাবে বলছেন। তাদের বোঝা উচিত তারা কার সম্পর্কে কথা বলছেন। একজন খেলোয়াড়ের জীবনে সুসময়-দুঃসময় আসবেই। আমার কাছে অবশ্য বিদেশের কে কী বলল তা একটুও গুরুত্বপূর্ণ নয়।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close