ক্রীড়া ডেস্ক

  ২৯ মে, ২০১৯

কেরিয়ারের প্রথম বিশ্বকাপই যাদের কাছে সম্ভবত শেষ বিশ্বকাপ

বিশ্বকাপের বাকি আর মাত্র কয়েক ঘণ্টা। কাল থেকে শুরু হচ্ছে দ্বাদশতম ক্রিকেট বিশ্বকাপের আসর। প্রথম ম্যাচে আয়োজক ইংল্যান্ডের মুখোমুখি দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে টুর্নামেন্টের ফেভারিট বাংলাদেশ অভিযান শুরু করছে ২ জুন।

একনজরে দেখে নেওয়া যাক :

(১) কেদার যাদব : ইংল্যান্ডের মাটিতে প্রথম বিশ্বকাপ খেলতে নামবেন কেদার যাদব। ইংল্যান্ডের বিমান ধরার আগে আইপিএল খেলা চলাকালীন কাঁধে চোট পেয়েছিলেন কোহলির দলের এই ক্রিকেটার। বিশ্বকাপের দুই প্রস্তুতি ম্যাচেও এখনো মাঠে নামা হয়নি কেদারের। পুরোপুরি ফিট না হয়ে উঠার কারণেই এখনো বাইশ গজে ফেরা হয়নি কেদারের।

প্রসঙ্গত কেরিয়ারেরর প্রথম বিশ্বকাপই সম্ভবত শেষ বিশ্বকাপ কেদারের। যাদবের বয়স এখন ৩৪, ২০২৩ বিশ্বকাপের বয়স দাঁড়াবে ৩৮। চার বছর পর আবার দেশের জার্সিতে বিশ্বকাপে মাঠে নামা অসম্ভব কেদারের। সে কারেণ সম্ভবত ইংল্যান্ড বিশ্বকাপই কেদারেরে কেরিয়ারের শেষ বিশ্বকাপ।

(২) উসমান খাজা : অস্ট্রেলিয়ার বাঁ-হাতি এই ক্রিকেটারের কাছেও এটাই প্রথম বিশ্বকাপ। দেশের জার্সিতে ৩১টি ওয়ান ডে ম্যাচ খেলেছেন খাজা। বয়স এখন ৩২। অঙ্ক বলছে ভারতের মাটিতে হতে চলা, ২০২৩ বিশ্বকাপের অজিদের মিডল অর্ডারের এই ব্যাটিং তারকার বয়স দাঁড়াবে ৩৬ বছর। বলাই যায়, সেই বয়সে তরুণদের ভিড়ে বাদ পড়তে পারেন উসমান খাজা। অজি ব্যাটসম্যানের কাছেও তাই কেরিয়ারে প্রথম বিশ্বকাপই সম্ভবত শেষ বিশ্বকাপ।

(৩) কলিন মুনরো : নিউজিল্যান্ডের বাঁ-হাতি ওপেনারের কেরিয়ারেও এটাই প্রথম বিশ্বকাপ। মুনরোর বয়স ৩২। চার বছর পর বয়স দাঁড়াবে ৩৬। সে কারণেই ধরে নেওয়া যায়, প্রথম বিশ্বকাপই সম্ভবত শেষ বিশ্বকাপ মুনরোর। নিউজিল্যান্ড দলের অন্যতম প্রধান সদস্য বিস্ফোরক এই ব্যাটসম্যান।

(৪) শন মার্শ : অজি ডান হাতি ব্যাটসম্যানের কাছে এটাই প্রথম বিশ্বকাপ। ২০০৮ সালে ওয়ান ডে অভিষেক হলেও এখন পর্যন্ত দেশের হয়ে বিশ্বকাপে সুযোগ পাননি শন মার্শ। এবার অবশ্য দলের মিডল অর্ডারে তাকে যোগ্য বলে মনে করেছেন নির্বাচকরা। ৩৫ বছর বয়সে বিশ্বকাপে দেশের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছেন। বলার অপেক্ষা রাখে না এটাই শেষ বিশ্বকাপ মার্শের।

(৫) ক্রিস মরিস : দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডারের কাছে এটাই প্রথম বিশ্বকাপ। বয়স ৩২, পরের বিশ্বকাপে দলে তরুণদের ভিড়ে যাওয়া নাও পেতে পারেন মরিস।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close