ক্রীড়া ডেস্ক

  ০৯ মার্চ, ২০১৯

এখনই ভবিষ্যৎ নিয়ে ভাবছেন না জুভেন্টাস কোচ

আগামী বছরের জুনে জুভেন্টাসের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে ম্যাসিমিলিয়ানো আলেগ্রির। তবে এখনই নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবতে রাজি নন ইতালিয়ান এই কোচ। চলতি মৌসুমের শেষে ক্লাবের সঙ্গে আলোচনায় বসবেন বলে জানিয়েছেন তিনি। এসি মিলানের সাবেক এই কোচ ২০১৪ সালে জুভেন্টাসে আন্তোনিও কোন্তের স্থলাভিষিক্ত হন। তার অধীনে গত চার মৌসুমের প্রতিটিতে সিরি’আ ও কোপা ইতালিয়া জিতেছে তুরিনের ক্লাবটি। এ সময়ে দুবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও পৌঁছেছে তারা।

চলতি মৌসুমেও দারুণ ছন্দে আছে ইতালির চ্যাম্পিয়নরা। সিরি’এ লিগে ২৬ ম্যাচে ২৩ জয় ও ৩ ড্রয়ে ৭২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আসরের একমাত্র অপরাজিত দলটি। ইতালিয়ান সংবাদমাধ্যমের খবর, আগামী বুধবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচের পর আলেগ্রির ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিতে পারেন ক্লাব কর্তারা। প্রতিপক্ষের মাঠে প্রথম লেগে ২-০ গোলে হেরে পিছিয়ে রয়েছে জুভেন্টাস। ক্লাব সভাপতির সঙ্গে এরই মধ্যে কথা হয়েছে বলে জানিয়েছেন অ্যালেগ্রি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close