ক্রীড়া ডেস্ক

  ০২ ফেব্রুয়ারি, ২০১৯

ইতিহাস গড়লেন মিতালি রাজ

নিউজিল্যান্ডের বিপক্ষে চতুর্থ ওয়ানডে খেলে ক্যারিয়ারের ২০০তম ওয়ানডে খেলার মাইলফলক ছুঁয়েছেন ভারতের ওপেনার রোহিত শর্মা। কাল ২০০তম ওয়ানডে খেলার মাইলফলক স্পর্শ করলেন ভারতের নারী ক্রিকেটার মিতালি রাজ।

আশ্চর্যের বিষয় হলো, দুজনই মাইলফলকের ম্যাচটা খেলেছেন হ্যামিল্টনের সেডন পার্কে। দুজনেরই প্রতিপক্ষ নিউজিল্যান্ড। বিরাট কোহলির অনুপস্থিতিতে ভারতের অধিনায়ক ছিলেন রোহিত। আর মিতালি তো আগে থেকেই ভারত নারী দলের অধিনায়ক। দুজনের মাইলফলকের ম্যাচেই ৮ উইকেটে হেরেছে ভারত।

একটি জায়গায় মিতালি গর্ব করতেই পারেন। ২০০ ওয়ানডে খেলা প্রথম নারী ক্রিকেটার যে তিনিই। ভারত নারী দল ওয়ানডে খেলেছে ২৬৩টি। এর মধ্যে মিতালি খেলেছেন ২০০টি। অভিষেকের পর থেকে কেবল ১৩ ম্যাচে মিতালি একাদশে ছিলেন না।

মিতালি আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন ১৯ বছর ২১৯ দিন হলো। মেয়েদের মধ্যে এত দীর্ঘ সময় আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি আর কেউই। ছেলেমেয়ে মিলিয়েই মিতালির চেয়ে বেশি সময় আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন শুধু তিনজন। শচীন টেন্ডুলকার (২২ বছর ৯১ দিন), সনাৎ জয়াসুরিয়া (২১ বছর ১৮৪ দিন) ও জাভেদ মিয়াঁদাদ (২০ বছর ২৭২ দিন)।

১৯৯৯ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে মিতালির অভিষেক হয়েছিল মাত্র ১৬ বছর ২০৫ দিন বয়সে। অভিষেকেই সর্বকনিষ্ঠ নারী হিসেবে সেঞ্চুরি করেন তিনি। মিতালি ২০০ ওয়ানডেতে ৫১.৩৩ গড়ে ৬ হাজার ৬২২ রান করেছেন। ৭ সেঞ্চুরি ও ৫২ হাফ-সেঞ্চুরিতে মেয়েদের ওয়ানডের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনিই।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close