ক্রীড়া ডেস্ক

  ১০ জানুয়ারি, ২০১৯

আফ্রিকার বর্ষসেরা সালাহ

টানা দ্বিতীয়বারের মতো আফ্রিকা মহাদেশের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন লিভারপুলের মিসরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। সেরা হওয়ার দৌড়ে তিনি পেছনে ফেলেছেন তালিকার অন্য দুই আফ্রিকান তারকা সেনেগালের সাদিও মানে ও গ্যাবনের পিয়েরে-এমেরিক অবামেয়াংকে।

মঙ্গলবার সেনেগালের রাজধানী ডাকারে কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল (সিএএফ) আয়োজিত এক অনুষ্ঠানে ২০১৮ সালের সেরা ফুটবলারের পুরস্কার গ্রহণ করেন লিভারপুলের এই তারকা। পুরস্কার হাতে উচ্ছ্বসিত ২৬ বছর বয়সী সালাহ বলেন, ‘ছোটবেলা থেকে এই পুরস্কার জয়ের স্বপ্ন দেখেছি আমি। আর এখন এটা আমি টানা দুইবার জিতলাম।’

২০১৮ সালে লিভারপুল ও মিসরের হয়ে সব প্রতিযোগিতা মিলে ৪৪টি গোল করেন সালাহ। ২০১৭-১৮ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে ৩২টি গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট জেতেন তিনি। চলতি মৌসুমেও দুর্দান্ত ফর্মে আছেন তিনি। প্রিমিয়ার লিগে এ পর্যন্ত করেছেন ১৩ গোল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close