ক্রীড়া ডেস্ক

  ১০ জানুয়ারি, ২০১৯

ভারতেই থাকছে আইপিএল

ভারতীয় ক্রিকেট সমর্থকদের জন্য সুখবর। সব জল্পনা উড়িয়ে এ বছর ভারতেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসর। আগামী ২৩ মার্চ থেকে শুরু হবে টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম জনপ্রিয় এই টুর্নামেন্ট। পরশু প্রেস বিবৃতিতে বিষয়টি স্পষ্ট করেছে ভারতীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই। লোকসভা নির্বাচনের কারণে এ বছরের আইপিএল আদৌ ভারতে হবে কি না তা ঘিরে আশঙ্কা তৈরি হয়েছিল। গুঞ্জন রটেছিল দক্ষিণ আফ্রিকায় স্থানান্তরিত হতে পারে আইপিএল। এর আগেও একবার নির্বাচনের কারণে দক্ষিণ আফ্রিকায় বসেছিল আইপিএলের আসর। তবে এবার আর সেই পথে যায়নি বিসিসিআই।

প্রকাশিত প্রেস বিবৃতিতে বিসিসিআই জানিয়েছে, সব পক্ষের মতামত নিয়ে আইপিএলের দ্বাদশতম আসর ভারতে আয়োজন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে এবং ২৩ মার্চ থেকে শুরু হবে এই টুর্নামেন্ট। নির্ভরযোগ্য সূত্রের বরাতে ভারতীয় মিডিয়া খবর দিচ্ছে, সম্পূর্ণ সময়সূচি এখনো তৈরি হয়নি। নির্বাচনের দিনক্ষণ দেখেই তা তৈরি হবে এবং সম্ভবত খেলার ফরম্যাটেও কিছু পরিবর্তন করা হবে। গত মাসেই হয়ে গেছে দ্বাদশ আইপিএলের নিলাম। অংশগ্রহণ করেছিল আটটি ফ্র্যাঞ্চাইজি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close