ক্রীড়া প্রতিবেদক

  ০৯ জানুয়ারি, ২০১৯

ওয়ার্নারের কাছ থেকে শিখতে চান আফিফ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের বাড়তি আকর্ষণ হিসেবে আছেন ডেভিড ওয়ার্নার। বিপিএলে নিজের অভিষেক আসরে সিলেট সিক্সার্সকে নেতৃত্ব দিচ্ছেন অস্ট্রেলিয়ান এই ওপেনার। সিলেট দলে থাকা বাংলাদেশি ক্রিকেটারদের জন্য এটা বড় একটা সুযোগ। এই সুযোগটাই কাজে লাগাতে চান সম্ভাবনাময় তরুণ ক্রিকেটার আফিফ হোসেন।

ওয়ার্নারকে সতীর্থ হিসেবে পেয়ে ভীষণ খুশি আফিফ। অস্ট্রেলিয়ান এই তারকা ক্রিকেটারের কাছে শিখতে চান বাংলাদেশি উঠতি তারকা। কিভাবে পাওয়ার প্লেতে রান করা যায়, কিভাবে ইনিংস লম্বা করা যায় এসবকিছুতে পরিণত করতে ওয়ার্নারের পরামর্শ খুব করেই চাইছেন আফিফ। কাল সিলেট সিক্সার্সের অনুশীলন শেষে দলের প্রতিনিধি হিসেবে প্রচারমাধ্যমের সামনে এসে তিনি বলেছেন, ‘ওয়ার্নার যেহেতু ওপেনার, ব্যাটিংয়ের দিক থেকে তার কাছ থেকে অনেককিছুই শেখার আছে। কিভাবে ব্যাটিং পাওয়ার প্লে কাজে লাগানো যায়, টপ অর্ডারে কিভাবে ইনিংস গড়ে ওয়ার্নারের কাছ থেকে অনেককিছু শেখার আছে।’

এবারের বিপিএলে দারুণ শুরু করেও ইনিংস লম্বা করতে পারেননি আফিফ। ১৬ বলে ১৯ রান করে আউট হয়ে গেছেন তিনি। তাতে তৃপ্ত নন আফিফ। হওয়ার কথাও নয়। দলের জয়ে অবদান রাখতে চান এই অলরাউন্ডার। আফিফ বলেন, ‘যে কটি ম্যাচ খেলব, প্রতি ম্যাচেই ব্যক্তিগত লক্ষ্য ঠিক করব। একটি একটি ম্যাচ করে প্রতিটি ম্যাচ যেন ভালো খেলে শেষ করতে পারি। যখন ব্যাটিংয়ে নামব, ম্যাচের পরিস্থিতি অনুযায়ী যেন ব্যাট করতে পারি। দলকে ভালো কিছু যেন দিতে পারি। বোলিং-ফিল্ডিং এসব তো আছেই। বোলিংয়ে ভালো করার চেষ্টা করব। ফিল্ডিং তো ভালো করতেই হবে।’

ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করে যাচ্ছেন আফিফ। বিপিএলের গত আসরে তো অভিষেক ম্যাচেই সবাইকে চমকে দিয়েছিলেন। বল হাতে আগুন ঝরিয়েছিলেন আফিফ। শিকার করেছিলেন ৫ উইকেট। ইতোমধ্যে জাতীয় দলের জার্সিতেও অভিষেক হয়ে গেছে তার। কিন্তু জায়গাটা ধরে রাখতে পারেননি আফিফ। ফিরতে হলে তাই পারফর্ম করার বিকল্প নেই। আফিফ নিজেও সেই চেষ্টা করে যাচ্ছেন, ‘যেখানেই খেলি সব সময় নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি। এভাবেই এগিয়ে যেতে চাই।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close