ক্রীড়া ডেস্ক

  ১৮ ডিসেম্বর, ২০১৮

আর্সেনাল চেলসির সঙ্গে ইন্টার-নাপোলি

কাল একইসঙ্গে চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগের ড্র ঘোষণা করেছে ইউরোপ ক্লাব ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা। চ্যাম্পিয়নস লিগে লড়াইটা হবে শেষ আটে যাওয়ার জন্য। অন্যদিকে ইউরোপা লিগে হবে শেষ ষোলোর জন্য। গ্রুপ পর্বে ৩২ দলের মধ্যে ১৬টি দল উঠেছে ইউরোপা লিগের দ্বিতীয় পর্বে। সঙ্গে যুক্ত হয়েছে চ্যাম্পিয়নস লিগে তৃতীয় স্থান অধিকার করা আরো ৮ দল। ৩২ দলের লড়াইটা হবে শেষ ষোলোর জন্য। ভিক্টোরিয়া প্লাজেন, ক্লাব ব্রুগি, ইন্টার মিলান, নাপোলি, শাখতার দোনেৎস্ক, ভ্যালেন্সিয়া, গালাতাসারাই ও বেনফিকা। ইউরোপা লিগের প্রথম লেগের ম্যাচ হবে ১৪ ফেব্রুয়ারি। ২১ ফেব্রুয়ারিতে হবে দ্বিতীয় লেগ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close