ক্রীড়া ডেস্ক

  ২৮ নভেম্বর, ২০১৮

প্যারিসে আজ আগুন লড়াই

চলতি মৌসুমের উয়েফা চ্যাম্পিয়নস লিগের শুরুটা যেখান থেকে হয়েছিল আজ আবার সেখানেই ফিরছে। ম্যাচ শিডিউলটা অন্তত তাই বলছে। গ্রুপ পর্বের লড়াইয়ে প্রথম ম্যাচে ন্যু ক্যাম্পে পিএসভি আইন্দোফেনের মুখোমুখি হয়েছিল বার্সেলোনা। আজ পুনরায় ডাচ ক্লাবটির বিপক্ষে মাঠে নামবে কাতালানরা। তবে ভেন্যুটা ভিন্ন। লড়াইটা পানসে হয়ে গেছে, বার্সা সবার আগে আসরের দ্বিতীয় রাউন্ডে পা রাখায়। ‘বি’ গ্রুপ তো বটে, চার ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হয়ে গেছে কোচ এরনেস্তো ভালভার্দের শিষ্যদের।

তবে একই গ্রুপে এখনো লড়াইটা জমিয়ে রেখেছে টটেনহাম ও ইন্টার মিলান। দ্বিতীয় রাউন্ডের স্বপ্নটা টিকিয়ে রাখতে হলে জিততেই হবে দুই দলকে। সাত পয়েন্ট নিয়ে অবশ্য কিছুটা স্বস্তিতে আছে নেরাজ্জুরিা। অন্যদিকে চার পয়েন্ট নিয়ে গ্রুপের তৃতীয় স্থানে থাকা স্পার্সরা মুখিয়ে থাকবে প্রতিশোধ এবং পয়েন্টটা বাড়িয়ে নেওয়ার জন্য। সান সিরোর ম্যাচটিতে এগিয়ে যাওয়ার পরও কোচ মাউরিসিও সারির শিষ্যদের হারতে হয়েছিল। আজ ওয়েম্বলিতে সেই হারের বদলাটা নিতে চাইবে ফর্মে থাকা হ্যারি কেন-ডেলে আলিরা। লন্ডন ডার্বিতে চেলসিকে উড়িয়ে দিয়ে কোচ লুসিয়ানো স্পেলেত্তিকে সেই বার্তাটা দিয়ে রেখেছে টটেনহাম।

এবারের আসরের ‘সি’ গ্রুপকে কেন ডেথ গ্রুপ হিসেবে ভাবা হচ্ছিল তা ইতোমধ্যে প্রমাণিত হয়ে গেছে। এখন পর্যন্ত চারটি দলই স্বপ্নটা বাঁচিয়ে রেখেছে দ্বিতীয় রাউন্ডের। সমীকরণটা কঠিন করে দিয়েছে লিভারপুল। অলরেডরা গত ম্যাচে রেড স্টার বেলগ্রেডের বিপক্ষে বিধ্বস্ত না হলে স্বস্তিতে থাকতে পারত। কোচ ইয়ুর্গেন ক্লপের শিষ্যদের আজ

অগ্নিপরীক্ষায় নামতে হবে ফরাসি জায়ান্ট প্যারিস সেন্ট জার্মেইয়ের বিপক্ষে। দ্বিতীয় রাউন্ডে যেতে হলে আজ দুই দলের জয় ছাড়া কোনো বিকল্প নেই।

পিএসজির জন্য স্বস্তির খবর হচ্ছে, চোট কাটিয়ে আজ মাঠে ফিরছেন আক্রমণভাগের দুই সেনা নেইমার ও কিলিয়ান এমবাপ্পে। দেশের হয়ে খেলার সময় দুই ফরওয়ার্ডই শিকার হয়েছিলেন চোটের। ফ্রেঞ্জ লিগ ওয়ানে তৌলুসের বিপক্ষে ম্যাচে নেইমার-এমবাপ্পের অভাবটা ঠিকই টের পেয়েছে টমাস টুখেলের শিষ্যরা। এ ছাড়া পিএসজির জন্য আজকের ম্যাচটি প্রতিশোধেরও। প্রথম ম্যাচে অ্যানফিল্ডে তাদের হারতে হয়েছে লিভারপুলের বিপক্ষে। ঘরের মাঠ পার্ক দ্য প্রিন্সেসে আজ সেই হারের বদলা নিতে মাঠে নামবে পিএসজি।

অন্যদিকে লিভারপুলও আছে দারুণ ফর্মে। ওয়ার্টফোর্ডকে গুঁড়িয়ে দিয়ে আত্মবিশ্বাসটাও চাঙ্গা করে নিয়েছে মোহাম্মদ সালাহ-রবার্তো ফিরমিনোরা। প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত অপরাজিত লিভারপুল। তেমনি ফ্রেঞ্জ লিগেও অপরাজিত থাকার রেকর্ডটা ধরে রেখেছে পিএসজি। বর্তমান ফুটবল বিশ্বে সবচেয়ে ভয়ংকর আক্রমণভাগই হচ্ছে এই দুই দলের। অলরেডদের আছে সালাহ-ফিরমিনো-মানে। আর পিএসজিতে নেইমার-কাভানি-এমবাপ্পে।

আজ জিতলেই গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে এগিয়ে যাবে ‘সি’ গ্রুপে আরেক দল নাপোলি। লিভারপুলের সমান ছয় পয়েন্ট পেলেও গ্রুপের শীর্ষে আছে কোচ কার্লো আনচেলত্তির শিষ্যরাই। তবে বেলগ্রেড যে ছাড় দেওয়ার পাত্র নয়, তা গত ম্যাচেই প্রমাণ করে দিয়েছে।

আজ মুখোমুখি

অ্যাট. মাদ্রিদ - মোনাকো

ডর্টমুন্ড - ক্লাব ব্রুগে

আইন্দোফেন - বার্সেলোনা

টটেনহাম - ইন্টার মিলান

পিএসজি - লিভারপুল

নাপোলি - বেলগ্রাড

লোকো. মস্কো - গ্যালাতাসারাই

পোর্তো - শালকে ০৪

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close