ক্রীড়া ডেস্ক

  ২৮ অক্টোবর, ২০১৮

পেইনের পরিবর্তে অ্যারন ফিঞ্চ

গত দক্ষিণ আফ্রিকা সিরিজেই বল টেম্পারিংয়ের দায়ে নিষিদ্ধ হয়েছিলেন অধিনায়ক স্টিভেন স্মিথ, সহঅধিনায়ক ডেভিড ওয়ার্নার ও ক্যামরুন ব্যানক্রাফট। স্মিথ ও ওয়ার্নারকে এক বছরের নিষেধাজ্ঞা দিয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট। যার কারণে দলের দায়িত্ব দেওয়া হয়েছিল টিম পেইনকে। কিন্তু অজিদের ধারাবাহিক ব্যর্থতা ঘোচাতে পারেননি পেইন। চলতি বছর পুনরায় প্রোটিয়াদের বিপক্ষে মুখোমুখি হচ্ছে অজিরা। এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজকে সামনে রেখে অ্যারন ফিঞ্চকে অধিনায়কের দায়িত্ব দিয়েছে অস্ট্রেলিয়া। এর আগে এ মাসেই টি-টোয়েন্টির অধিনায়ক হিসেবেও দায়িত্ব পান অ্যারন ফিঞ্চ।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগামী মাসে ওয়ানডে সিরিজে অধিনায়কের দায়িত্ব পালন করবেন ফিঞ্চ। এ সিরিজে তার সহকারী হিসেবে রাখা হয়েছে অ্যালেক্স কারে আর জস হ্যাজলউডকে। পাকিস্তানের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে অভিষেক হয়েছিল রঙিন পোশাকের তারকা এই ওপেনারের। দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে ওয়ানডে অধিনায়কের দায়িত্ব কাঁধে নিয়ে জাতীয় দলের হয়ে তিন ফরম্যাটেই নিজেকে প্রতিষ্ঠিত করলেন এই ব্যাটসম্যান। আগামী ৪ নভেম্বর থেকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close